আসসালামু আলাইকুম। একই টপিকে আমার প্রশ্ন কয়েকটি। অনুগ্রহ করে আমাকে উত্তর দিবেন।
আমার মা ছোট বেলা থেকে এমন কোন গালি নেই যা না দিয়েছে। খুব ছোট থাকা অবস্থায় এমন গালিও শুনেছি যেটা কিনা মহিলা এবং পুরুষের মাঝে সংঘটিত হয়। উনি প্রায় সময় অভিশাপ দেয় মন মত কিছু না হলেই, দুয়া চাইলে বলে মন থেকে দুয়া আসেনা তোর জন্য। ছোট বেলায় এমন কথাও বলেছে "আমার মৃত্যুর সময় মুখে পানি দিবিনা তুই তাহলে নবী সাফায়াত করবেনা "।
আমার আব্বু, ওনার মাসিক ইনকাম ৪২-৪৫ হাজার। আমার বোন বিবাহিত। বাসায় আমি আমার মা আর বাবা থাকি। আমার ভার্সিটি ফি বছরে ২২ হাজার। আমার বাসা থেকে ভার্সিটি ফি বাদে বাকী কোন খরচ পূর্নভাবে দেয়া হয়না। আমি প্রচন্ড চাহিদা সম্পন্ন মেয়ে নই। পর্দা করি, বাহ্যিক সাজসজ্জা আমার নেই। বছরে ১ /২ বার সেম্পু সাবান এসব দিয়েই চলে।
আমার বাসা থেকে আমার ভাড়া টাকা যা দেয় তাতে হয়না, উল্টো টিফিনের কোন টাকাই থাকেনা। এমনকি বাসা থেকেও টিফিন দেয়া হয়না। গতকাল আমাদের গাছের একটি ফল হাতে নিয়েছিলাম নিয়ে যাব ভার্সিটি আমাকে তাও দেয়া হয়নি। আমার মাদ্রাসার একটা খরচ আছে তা তারা মোটেই দেয়না। দুইমাস খুব জোর করে নিছিলাম এরপর আর দেয়নি। আমাকে ৫ বছরে ২ জোড়া জুতা কিনে দিয়েছে মাত্র, এখন ছিড়া জুতা পরে ক্লাসে যাই, নিজের হাতে ওত টাকা নেই কিনে পরার । আমার পরিধেয় বোোরকা অর্ধেকের বেশি আমার কেনা । আমার সাবা সেম্পু কেনার টাকা অব্দি আমাকে দেয়া হয়না।
এত মাস প্রাইভেট পড়িয়ে চালিয়েছি। একটাই টিউশনি ছিল। কিন্ত ছাত্ররা যেভাবে বিয়াদপ ওদের মা তার থেকেও বেশি। এমন অনেক অনেক খারাপ কথা আমাকে শুনিয়েছে যে আমার পক্ষে সম্বভ ছিল না পড়ানো, শুধু মাত্র আমার বাসার প্রেশারে আমি পড়িয়েছি। কিন্ত এখন আসলেই সম্বভ না আর। আমাকে খুব অসম্মান করা হয়। পড়ায়ে চাইনা বিধায় আমার নামে আমার পরিবারের অনেকের কাছে নালিশ করেছে তারা। যখন আমি প্রতিবাদ করি এরপর আমার কথা ঘুরিয়ে পেচিয়ে মিথ্যা বানিয়ে তা সবাইকে বলতেছে। এমন কাহিনি তারা বার বার করে আমার সাথে।
আমার প্রশ্ন হচ্ছে
১। আমার মা যে বল্ল সাফায়াত করবেনা রাসুল স. যদি মুখে পানি দেই মৃত্যুতে, তাহলে আসলেই আমার কি করা উচিত যদি ওমন মুহুর্ত সামনে ?
২। আমার যে খরচ দেয়া হচ্ছেনা এতে আমি আল্লাহর কাছে বিচার চাইনা কিন্ত আমি প্রতিবাদ করতে গেলে আমার নামে খারাপ কথা রটানো হয়, এখন আমার কি করা উচিত? তাদের সাথে আচরন কেমন রাখব?
৩। আমাকে তারা খরচ দেয়না, নিজের খরচ চালাতে হিমসিম খেয়ে ধারও হয়ে যায়, এরপর আমি ওনাদের না জানিয়ে ওনাদের টাকা নিছিলাম ব্যাগ থেকে। এতে কি গুনাহ হয়্রছে?
বা আমার প্র‍য়োজন মিটাতে কি আমি তাদের টাকা না জানিয়ে ব্যবহার করতে পারব? কারন এরপর টিউশনি বাদ দিব। আগে যখন আমার ইনকাম ছিল না আমি সারাদিন না খেয়ে ক্লাস করতাম, হেটে বাসায় আসতাম, আমি ২ মাসের মাথায় অসুস্থ হয়ে পরছিলাম। এত মাস নিজের ছিল দেখে টিফিন খেতে পেরেছি এখন আবার অফ হয়ে যাবে আর আমি কই থেকে জোোগার করত আমার মাদ্রাসার বেতন, বই খাতার দাম? আমার জন্য কি জায়েজ হবে না জানিয়ে টাকা নেয়া?
৪। আমি কিভাবে আল্লাহর কাছে চাইব কি করব যাতে এই অবস্থা থেকে মুক্তি পাব? আমার ইনকাম সোর্স হবে / বিয়ে হবে