আসসালামু আলাইকুম, হায়েজ অবস্থায় কি ভেঙে ভেঙে শব্দ আকারে কোরআন তেলাওয়াত করা যাবে? কোন জরুরত ছাড়া।মানে পরিক্ষা থাকলে তো পরিক্ষা দেওয়া জরুরি বলে হায়েজ অবস্থায় কোরআন তেলাওয়াত করতে হয়, আবার যারা শিক্ষিকা তাদেরও হায়েজ অবস্থায় কোরআন পড়ানো লাগে,এক্ষেত্রে যদি কোন জরুরত ছাড়া ভেঙে ভেঙে শব্দ আকারে হায়েজ অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে?