আসসালামু আলাইকুম। স্বামী যদি স্ত্রীকে এক তালাক দেয় এবং এর দেড় মাস পর তাদের রুজু হয় তাহলে তো তারা আবার একসাথে সংসার করতে পারবে। কিন্তু আমার প্রশ্ন হল ওই এক তালাক কি গণ্য হয়েছিল নাকি হয় নাই? পরেরবার যদি স্বামী তালাক দিতে চায় তাহলে সেটা কি দ্বিতীয় নম্বর তালাক হিসেবে গণ্য হবে নাকি প্রথম? (যেহেতু প্রথম তালাকটি তিন হায়েজ হওয়ার আগে রুজু হয়ে গেছে)