কনো মহিলা কে তার স্বামী, ,,যদি ,বিয়ের সময় ১৮ নং কলাম এ অধিকার দাই,,,সেখানে শর্ত হিসেবে যদি লেখা থাকে বনিবনা না হল,,,, সেই স্ত্রী যদি স্বামী র সাথে ঝগড়া কথা কাটাকাটি লেগে সেই স্ত্রী যদি সেই স্বামী কে বলে,,,,, "তোমার সঙ্গে আর থাকা সম্ভব নয়,,,তোকে স্বামী বলতে লজ্জা হয়,,,,,
আমার তোর সাথে সম্পর্ক শেষ,,,
তোকে দেখলে শরির জ্বলে,,,,
তোর থেকে আলাদা হলাম
এগুলো সেই স্ত্রী যদি স্বামী কে বলে তাহলে কি তাদের স্বামী স্ত্রী, সংসার করতে পারবে