আসসালামু আলাইকুম।
বিভিন্ন ওয়েবসাইট আছে যেখানে প্রোডাক্টের সাথে In stock লেখা থাকে কিন্তু সব প্রোডাক্ট তাদের সংগ্রহে থাকে না। অর্ডার দেওয়ার পর তারা কালেক্ট করে দেয়। এমন কিছু ওয়েবসাইট আছে বইয়ের, অর্ডার দেওয়া হলে প্রকাশনীর সাথে যোগাযোগ করে সংগ্রহ করে দেয়। কিন্তু পণ্য তাদের নিজস্ব কবজায় থাকে না।
এমতাবস্থায়, অগ্রিম পেমেন্ট করা কি জায়েজ হবে? নাকি ক্যাশ অন ডেলিভারি (প্রোডাক্ট হাতে পেয়ে মূল্য পরিশোধ) পদ্ধতিতে পেমেন্ট করতে হবে? ক্রেতা হিসেবে করণীয় জানতে চাই।