আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
আমি অনেকদিন আগে এই স্বপ্ন দেখি,কিন্তু ব্যাখ্যা জানার কোনো সোর্স ছিল না,তাই এতদিন পর প্রশ্নটি করা,আমার এখনো ভাবলে ভয় হয়
আমি স্বপ্নে দেখি যে আমি দুইটি সাগর এর মাঝে বসে আছি,দুইসাগর একসাথেই কিন্তু একটি আরেকটির সাথে মিশছে না,এক দিক একদম নীল,অন্য দিক আগুনের মতো লাল,আমি প্রথমে শুধু পা ডুবিয়ে নীল দিকে বসে ছিলাম,পরে আমি দেখছি আল্লাহ কে বলছি আল্লাহ এখানে ঠান্ডা লাগছে,(কিন্তু ঠান্ডাটা অসহনীয় নয়) আমাকে একটু গরম কোথাও নিয়ে যান,পরে আমি দেখি আমি যেদিকে লাল ঐদিকে ঘুরে বসেছি পা ডুবিয়ে,আমি দেখছি ঐটা আগুনের সাগর,কিন্তু আমার অসহনীয় কষ্ট হচ্ছে না
এটার কি ব্যাখ্যা হতে পারে,আমার কি করা উচিৎ?