আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
16 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (5 points)
ٱلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَتُ اللّٰهِ وَبَرَکَاتُُهُ,উস্তায।

১.আমি যখন দ্বীনে ফিরেছিলাম তখন নানান ধরনের প্রশ্ন বা মন ভেঙে গেলে কারো কাছে জিগ্যেস করলে ভালো রেসপন্স বা পরামর্শ  পেতাম না। তাই আমি চাই সদ্য দ্বীনে ফেরা বোনদের সঠিক দিশা দেখাবো বাকী ইলম অর্জনে তারা নিজেরা লেগে থাকবে। পরিস্থিতির কারনে মন ভেঙে গেলে যেন হারাম দিকে না যেয়ে কোন বোনের কাছে উত্তম পরামর্শ নিয়ে সামনে আগাবে। এভাবে উম্মাহর জন্য খেদমত করতে চাই, আল্লাহ চাইলে আরো বড় কিছু। আমি মেয়ে তাই ঘরের বাহিরে যেয়ে দূরে কোথাও খেদমতে শরিক হতে চাই না। তাই অনলাইন প্ল্যাটফর্মকে বেছে নিয়েছি। যদিও পরিচিতি আবার আমার ইলম ও কম। সবে আলিম ব্যাচের প্রথম সেমিস্টারে আছি। আমাকে সোশাল মিডিয়া অনেক বেশি ইলম আমল থেকে বিচ্ছিন্ন করছে। ফেসবুক ইউটুব ডিলিট করে ইলম অর্জনে মনোনিবেশ করার জন্য বহুবার চেস্টা করেও বেশিদিন অটল থাকতে পারিনি।কিছু বোন যারা অনলাইন ভিত্তিক খেদমতে আছেন তাদের দেখলে মনে হয় আমারও তাদের মতো নেক কাজ করতে হবে লেগে থাকতে হবে এভাবে দূরে গেলে হবে না। পুনরায় ডিলিট করতে গেলে মনে হয় আমার তো নেককার বোনদের কমিউনিটি রিচ করতে হবে, নানান পরিস্থিতির কারনে মন ভেঙে যাওয়া বোনদের কে রিচ করতে হবে যেন তারা হারাম দিকে না যায়।

আমার ঠিক কি করা উচিত। আমাকে কি শয়তান নেক সুরতে ধোকা দিচ্ছে। আমাকে উত্তম পরামর্শ  এবং নসীহা করুন।

২।আমার ফাঁকা দাঁতের সমস্যা আছে।বিয়ের জন্য সমস্যা পরতে হয়। ডেন্টিস্ট বলেছেন দাতে মাংস বেড়ে যাওয়ার কারনে দাত ফাঁকা হচ্ছে। তাই ব্রেসিস পড়াতে হবে।আমি খাস পর্দা করি আলহামদুলিল্লাহ। কিন্তু আমার ডেন্টিস্ট পুরুষ, প্রতি মাসে ব্রেসিসে টাইট দেয়ার জন্য যেতে হবে।  এক্ষেত্রে তার সামনে বার বার নিকাব খোলার জন্য আমার কি গুনাহ হবে,সেখানে আরো ডেন্টালে পড়ুয়া স্টুডেন্ট ও থাকেন?  মহিলা ডেন্টিস্টের জন্য দুআ করেছিলম কিন্তু মিলেনি,আল্লাহ উত্তম পরিকল্পনা কারি।

৩। আমাদের একাডেমিক পরীক্ষা ৪ ঘন্টা হয় ১ টা থেকে ৫ টা। আসরের নামাজ নামজের রুমে যেয়ে পড়ার অনুমতি   যদি আমার হলে গার্ড দেয়া টিচার না দেন৷ তবে পরীক্ষার হলে বসেই কিবলা মুখি হয়ে সিটে বেসই সবার সামনেই সলাত আদায় করা ঠিক হবে? যদি আদায় করি তবে এক্ষেত্রে কী কী নেক নিয়ত রাখলে দুনিয়া আখিরাতে লাভবান হবো?

৪।কোন বিষয় নিয়ে পরামর্শ দিলে, যেমন গুনাহ ছাড়ার, নফল আমল বাড়ানোর দুনিয়া বিমুখ হওয়া। এমন কিছু বলার পর আমার নিজের সেসব বিষয়ে ঘাটতি চলে আসা শুরু হয় টিকে থাকতেও কষ্ট হয়ে যায় । এটা কী আমার জন্য পরীক্ষা নাকী আমার গাফেলতি।

উত্তম পরামর্শ এবং নসীহার সাহায্য আশা করছি। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আপনাদের  উপর সন্তুষ্ট হয়ে যান দুনিয়া আখিরাতে উত্তম জাযা দান করুন, আমিন সুম্মা আমিন।

1 Answer

0 votes
by (673,620 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

(০১)
এক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো থেকে দূরে থাকার পরামর্শ থাকবে।

আপনি যদি দ্বীনের দাওয়াতের কাজ করতে আগ্রহী হন, সেক্ষেত্রে পরামর্শ থাকবে আপনি আপনার মাহরাম পুরুষের সাথে মাস্তুরাত জামাতে চলে যাবেন।

(০২)

https://ifatwa.info/104923/ নং ফাতওয়ায় উল্লেখ রয়েছে যে,

রাসুল সা. ভ্রু উপড়ে ফেলা, দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করা ইত্যাদি রূপচর্চাকে আল্লাহর সৃষ্টির মধ্যে বিকৃতি গণ্য করে এগুলো যারা করে তাদের অভিশপ্ত বলেছেন। 

হাদীস শরীফে এসেছে,

( ﻟَﻌَﻦَ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠَّﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﺍﻟْﻮَﺍﺷِﻤَﺎﺕِ ﻭَﺍﻟْﻤُﺘَﻔَﻠِّﺠَﺎﺕِ ، ﻭَﺍﻟْﻤُﺘَﻨَﻤِّﺼَﺎﺕِ ﺍﻟْﻤُﻐَﻴِّﺮَﺍﺕِ ﺧَﻠْﻖَ ﺍﻟﻠَّﻪِ ﻋَﺰَّ ﻭَﺟَﻞَّ ) ﻭﺻﺤﺤﻪ ﺍﻷﻟﺒﺎﻧﻲ ﻓﻲ ﺻﺤﻴﺢ ﺍﻟﻨﺴﺎﺋﻲ

তরজমা: নবীজী সা. অভিশাপ করেছেন। সেই সব নারীদের উপর, যারা দেহাঙ্গে উল্কি (ট্যাটু) অংকন করে, এবং সৌন্দর্য প্রদর্শনের মানসে দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করে, এবং ভ্রু-কে চেঁছে সরু (প্লাক) করে আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন আনে। [সুনানে নাসাঈ-৫২৫৩]

,

বিশিষ্ট হাদীস বিশারদ ইমাম নববী রাহ উক্ত হাদীসের ব্যাখ্যা করে বলেন:

ﻭَﺍﻟْﻤُﺮَﺍﺩ ﻣُﻔَﻠِّﺠَﺎﺕ ﺍﻟْﺄَﺳْﻨَﺎﻥ ﺑِﺄَﻥْ ﺗَﺒْﺮُﺩ ﻣَﺎ ﺑَﻴْﻦ ﺃَﺳْﻨَﺎﻧﻬَﺎ ﺍﻟﺜَّﻨَﺎﻳَﺎ ﻭَﺍﻟﺮُّﺑَﺎﻋِﻴَّﺎﺕ ... ﻭَﺗَﻔْﻌَﻞ ﺫَﻟِﻚَ ﺍﻟْﻌَﺠُﻮﺯ ﻭَﻣَﻦْ ﻗَﺎﺭَﺑْﺘﻬَﺎ ﻓِﻲ ﺍﻟﺴِّﻦّ ﺇِﻇْﻬَﺎﺭًﺍ ﻟِﻠﺼِّﻐَﺮِ ﻭَﺣُﺴْﻦ ﺍﻟْﺄَﺳْﻨَﺎﻥ , ﻟِﺄَﻥَّ ﻫَﺬِﻩِ ﺍﻟْﻔُﺮْﺟَﺔ ﺍﻟﻠَّﻄِﻴﻔَﺔ ﺑَﻴْﻦ ﺍﻟْﺄَﺳْﻨَﺎﻥ ﺗَﻜُﻮﻥ ﻟِﻠْﺒَﻨَﺎﺕِ ﺍﻟﺼِّﻐَﺎﺭ , ﻓَﺈِﺫَﺍ ﻋَﺠَﺰَﺕْ ﺍﻟْﻤَﺮْﺃَﺓ ﻛَﺒُﺮَﺕْ ﺳِﻨّﻬَﺎ ﻓَﺘَﺒْﺮُﺩﻫَﺎ ﺑِﺎﻟْﻤِﺒْﺮَﺩِ ﻟِﺘَﺼِﻴﺮَ ﻟَﻄِﻴﻔَﺔ ﺣَﺴَﻨَﺔ ﺍﻟْﻤَﻨْﻈَﺮ , ﻭَﺗُﻮﻫِﻢ ﻛَﻮْﻧﻬَﺎ ﺻَﻐِﻴﺮَﺓ , ﻭَﻳُﻘَﺎﻝ ﻟَﻪُ ﺃَﻳْﻀًﺎ ﺍﻟْﻮَﺷْﺮ , ﻭَﻣِﻨْﻪُ : ( ﻟَﻌْﻦ ﺍﻟْﻮَﺍﺷِﺮَﺓ ﻭَﺍﻟْﻤُﺴْﺘَﻮْﺷِﺮَﺓ) , ﻭَﻫَﺬَﺍ ﺍﻟْﻔِﻌْﻞ ﺣَﺮَﺍﻡ ﻋَﻠَﻰ ﺍﻟْﻔَﺎﻋِﻠَﺔ ﻭَﺍﻟْﻤَﻔْﻌُﻮﻝ ﺑِﻬَﺎ ﻟِﻬَﺬِﻩِ ﺍﻟْﺄَﺣَﺎﺩِﻳﺚ , ﻭَﻟِﺄَﻧَّﻪُ ﺗَﻐْﻴِﻴﺮ ﻟِﺨَﻠْﻖِ ﺍﻟﻠَّﻪ ﺗَﻌَﺎﻟَﻰ , ﻭَﻟِﺄَﻧَّﻪُ ﺗَﺰْﻭِﻳﺮ ﻭَﻟِﺄَﻧَّﻪُ ﺗَﺪْﻟِﻴﺲ

ভাবার্থ: ﻣُﻔَﻠِّﺠَﺎﺕ এর দ্বারা উদ্দেশ্য হল, দাঁতের মধ্যখানে রেত দ্বারা ফাক সৃষ্টি করা, আর এ কাজ বয়স্ক মহিলারা সোন্দর্য্য প্রদর্শন ও বয়স লুকানোর জন্য করে থাকে।কেননা শুধুমাত্র ছোট অবস্থায়-ই দাতের মধ্যে ফাক-ফোকর থাকে,বড় হলে আর তা থাকে না। আর তাই কিছুসংখ্যক মহিলা যখন বড় হয়ে যায়,তখন তারা বয়স লোকানোর জন্য এ পদ্ধতিকে গ্রহণ করে থাকে। এ পদ্ধতিকে বুঝানোর জন্য الوشر (আল-ওয়াশর)শব্দকে ও ব্যবহার করা হয়ে থাকে,

এজন্য অন্য হাদীসে বলা হয়েছে ﻟَﻌْﻦ ﺍﻟْﻮَﺍﺷِﺮَﺓ ﻭَﺍﻟْﻤُﺴْﺘَﻮْﺷِﺮَﺓ (দাঁত ফাককারী ও যার দাত ফাক করা হয়েছে উভয়ের উপর আল্লাহর লা'নত)।

উপরুক্ত প্রমাণাদির  ধরুণ দাঁত ফাক করার উক্ত পদ্ধতিকে হারাম সাব্যস্ত করা হয়েছে।

বিস্তারিত জানুন- https://ifatwa.info/466 

,

কিন্তু শরীরে কোনো ত্রুটি সৃষ্টি হলে সেটা ঠিক করা বৈধ। 

রাসুলের সা. যুগে এক ব্যক্তির নাক কেটে গেলে তিনি রুপার ও রাসুলের সা. নির্দেশে পরবর্তীতে স্বর্ণের নাক বানিয়ে নিয়েছিলেন। আরফাজা ইবনে আসআদ রা. বলেন, জাহেলি যুগের কুলাব যুদ্ধের সময় আমার নাকে আঘাত লাগে। তখন আমি একটি রূপার নাক বাঁধিয়ে নেই। কিন্তু তা দুর্গন্ধময় হয়ে পড়লে রাসুল সা. একটি স্বর্ণের নাক বানিয়ে নেওয়ার নির্দেশ দেন। (সুনানে তিরমিজি: ১৭৭৬)

,

★ সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী বোন!

ডেন্টাল ব্রেস এমন একটি ডিভাইস যা দাঁতের পাটি ওপরে নিচে সামঞ্জস্যপূর্ণ করতে ব্যবহৃত হয়। দাঁতের পাটি অসামঞ্জস্যপূর্ণ হওয়ায় কিছু কামড়ে ধরতে যাদের সমস্যা হয়, তাদের চিকিৎসার জন্যই মূলত ডেন্টাল ব্রেস ব্যবহৃত হয়। এ ছাড়া দাঁত উঁচু বা আঁকাবাঁকা থাকলে তা ঠিক করতেও ডেন্টাল ব্রেস ব্যবহার করা হয়।

,

দাঁতে ত্রুটি থাকলে অর্থাৎ দাঁতের পাটি অসামঞ্জস্যপূর্ণ হলে বা দাঁত খারাপ দেখায় এ রকম উঁচু, ফাঁকা বা আঁকাবাঁকা হলে ত্রুটি দূর করার জন্য অভিজ্ঞ চিকিৎকের পরামর্শ অনুযায়ী ডেন্টাল ব্রেস ব্যবহার করা যেতে পারে। এটা আল্লাহর সৃষ্টিতে বিকৃতি গণ্য হবে না।

,

দাঁত যদি স্বাভাবিক হয়, তাহলে দাঁতের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট করে অধিকতর সৌন্দর্যের জন্য দাঁত সরু করা বা দাঁতের মধ্যে ফাঁক সৃষ্টি করা ইত্যাদি বৈধ নয়। 


★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে আসলেই আপনার দাঁতের মাঝে ফাঁকা ফাঁকা হলে সেক্ষেত্রে অভিজ্ঞ চিকিৎকের পরামর্শ অনুযায়ী ডেন্টাল ব্রেস ব্যবহার করতে পারবেন।


আরো জানুনঃ- 

https://ifatwa.info/92786/ 


★ আপনাদের এলাকায় বা আপনাদের জেলার ভেতর মহিলা ডাক্তার থাকতে পারে। আপনি খোঁজ করে তাদের কাছে যাবেন। 

যদি আপনার জেলায় কোনক্রমেই মহিলা ডাক্তার না পান, সেক্ষেত্রে পুরো ডাক্তারের কাছে গেলে আপনার গুনাহ হবেনা।
তবে বিশেষ প্রয়োজন ছাড়া যাবেননা।

এক্ষেত্রে চিকিৎসার জন্য পর্দা ঘেরা পরিবেশ নিশ্চিত করতে বলবেন,সেই পর্দা ঘেরা পরিবেশে যে কোনো নারী বা আপনার মাহরাম কেউ থাকে,সেটিও নিশ্চিত করতে বলবেন।

(০৩)
এক্ষেত্রে উক্ত নামাজ আদায় হবেনা।
পুনরায় বাসায় এসে সেই নামাজের কাজা আদায় করতে হবে।

(০৪)
এটি আপনার জন্য পরীক্ষা বলেই মনে হচ্ছে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...