এই স্বপ্ন টা যখন দেখি তখন আমি হায়েজরত ছিলাম,কোনো এক্টা কবিরা গুনাহ ও হয়েছিল অই সপ্তাহে
যাই হোক,দেখসি এক জন লোক।এক্টা লুংগি পড়া,আমি চেহারা দেখি নাই এক্টুও,এক্টুও না,শুধু পিঠের পেছন টুকু দেখি।সামনের অংশ আর চেহারা কিছু দেখি নাই।চেহারা ঢাকা ছিল কাল আবসা ্দিয়ে।আর অইটা ছিল রাসুল সা.।
আমি তখন দেখলা আমার দাদি ওনার স্ত্রী,এমন টাইপ,আর দুই এক্টা কিছু বিষয় যা আমি ভুল বুঝছিলাম,পরে শুধরায় নিসি স্বপ্নে,মানে আমার দাদি যে রাসুল সা. এর স্ত্রী এই হিসেবে,(এই জায়গাতে আমি ভাবছিলাম শয়তান দেখালো কি না,আল্লাহ মাফ করুক আমাকে)
আমি স্বপ্নে তখন হয়তো বুঝতে পারি বা পরে যে আমি যেহেতু গুনাহগার এই কারনে ওনার চেহারা দেখি নাই,আর ওনার সৌন্দর্য ও না।
পরে রাসুল সা. আমাকে আরেকদিন আল্লাহর রাসুল সা. বলছে,যে তুমি কি আমারে দেখতে চাও অথবাএক্টা জিনিস অইটা তুমি চাও?(তখন তিনি আমার সামনাসামনি ছিলেন,সাদা পোশাক পড়া,কিন্তু তখন ও আমি তার চেহারা দেখি নাই,তিনি হাসিখুশি ছিলেন)তুমি এক্টা কাজ করবা,আমার স্ত্রি উম্মে হাবিবা,ও যখন মারা যাইবো তখন তুমি ওর হাতে এক্টা চিরকুট পাইবা,অইটা খুলবা।এদ্দুর ই কথা হয়তো,পরে আর ওনার সাথে কথা দেখা,কিছু হয় নাই।
রাসুল এর স্ত্রি উম্মে হাবিবা যখন মারা গেসে,আমি তখন ছিলাম,আমি ওনার ডান হাত মুষ্টি করা পাইসি এক্টা সাদা চিরকুটে।
অইদিকে লিখা ছিলো ৫০০০ বার দুরুদ আর সাথে প্রতিদিন লিখা ছিল কি না মনে নাই।পরে কিছু এক্টা লিখা ছিল,পরের টুকি আমার মনে নাই,স্বপ্নেই ভুলসি হউতো।
পরে স্বপ্নেই আমি বুঝতে পেরেছি,আমার প্রতিদিন ৫০০০বার দুরুদ পড়া লাগবো,তাইলে আমি হয়তো রাসুল সা কে দেখতে পারব স্বপ্নে।কিন্তু উনি রাগান্বিত ছিল না এক্টুও আমার উপরে।হাসি খুশি ই ছিল।
এখন আমার প্রশ্ন হচ্ছে আমি এই স্বপ্ন টা কে কিভাবে গ্রহন করবো উস্তায?চিরকুটের বিষয় টা বার বার মনে পড়ে।সব ভ্রম কি না মনে হলেও চিরকুট এর বিষটা ভুলতে পারছি না।সত্য্যিই কি স্বপ্নে রাসুল।সা. ছিলেন?এ ব্যাপারে উস্তায আপনার পরামর্শ কামনা করছি