বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আবূ ক্বাতাদাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত,
وَعَنْ أَبِي قَتَادَةَ رضي الله عنه : أَنَّه سَمِعَ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، يَقُولُ : «إِيَّاكُمْ وَكَثْرَةَ الحَلِفِ فِي البَيْعِ، فَإِنَّهُ يُنَفِّقُ ثُمَّ يَمْحَقُ» . رواه مسلم
তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছেন যে, ’’তোমরা কেনা-বেচার সময় অধিকাধিক কসম খাওয়া থেকে দূরে থাক। কেননা, তা বিক্রয় বৃদ্ধি করে; [কিন্তু] বরকত মুছে দেয়।’’( মুসলিম ১৬০৭, নাসায়ী ৪৪৬০, ইবনু মাজাহ ২২০৯, আহমাদ ২২০৩৮, ২২০৬৫)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
“নবীজিকে ভালোবাসলে এখানে Follow দিন”
একথার উদ্দেশ্য থাকে followers বাড়ানো। এভাবে লিখা ও বলা জায়েয হবে না। নবীজিকে ভালবাসলে সে ইবাদত করবে, কুরআন সুন্নাহর উপর আমল করবে। নবীজির ভালবাসার প্রতিদান কোনো পেইজকর ফলো করা হতে পারে না। সুতরাং এরকম ধান্দা থেকে মুসলমানদেরকে সরে আসতে হবে।