বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
একজন চাকুরীজীবী ফিক্বহে ইসলামীর পরিভাষায় “আজীরে খাছ”। আজীরে খাছ ব্যক্তি তার নির্ধারিত ডিউটির সময় অন্য কাজ করা তার জন্য বৈধ নয়। কিন্তু ডিউটির সময় শেষ হবার পর সে আর উক্ত প্রতিষ্ঠানের আজীর বাকি থাকে না। তাই অন্য সময় কোন কাজ করা থেকে বিরত রাখার অধিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেই। [ফাতাওয়া উসমানী-৩/৩৬৭ থেকে অনুধাবনকৃত]
وأما الخاص (ويسمى أجير وحده – بسكون الحاء وفتحها – مأخوذة من الوحد بمعنى الوحيد) فهو الذي يجب عليه أن لا يعمل لغيره من استأجره وذلك كالأجير اليومي الذي له أدرة يومية فإنه لا يصح أن يشغل وفته بشيء غير العمل المستأجرة (الفقه على مذاهب الاربعة، مباحث الاجارة، مبحث ما يضمنه العامل إذا تلف وما لا يضمنه، دار الكتاب بيروت-3/131، دار الفكر-3/146)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) ডিউটি টাইমে কোন কাজ না থাকলেও এই ফাকে, আশেপাশের প্রাইভেট ক্লিনিকে রোগী দেখা জায়েয হবে না।এবং ইনকামও হালাল হবে না।
(২) উর্ধতন কতৃপক্ষের অনুমতি যদি আইন সঙ্গত থাকে, তাহলে তখন জায়েয হবে। তবে সাধারণ এই অনুমতিটিও বেআইনি, তাই উর্ধতন কতৃপক্ষের অনুমতি থাকা সত্বেও জায়েয হবে না।