ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সফরের হালতে কাযা হয়ে যাওয়া নামাযকে মুকিম অবস্থায় আদায় করলে তখন কসর করেই কাযা আদায় করতে হবে। অর্থাৎ চার রা'কাতি ফরয নামাজকে দু রাকাত করেই কাযা আদায় করা হবে।
الْفَائِتَةَ تَقْضِي عَلَى الصِّفَةِ الَّتِي فَاتَتْ عَنْهُ فَيَقْضِي الْمُقِيمُ فِي الْإِقَامَةِ مَا فَاتَهُ فِي السَّفَرِ مِنْهَا رَكْعَتَيْنِ . انتهى ملخصا. [الفتاوى الهندية ,1/121]
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সফর হালতেও নামাযকে কাযা করার কোনো সুযোগ নাই। ভবিষ্যতে নামায যাতে কাযা না হয়, সেদিকে যত্নবান থাকতে হবে। যাইহোক, আপনি একদিনের নামায পরবর্তীতে মুকিম অবস্থায় কসর করে কাযা আদায় করে নিবেন।