ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মসজিদে এই পরিমাণ উচ্ছস্বরে কুরআন তিলাওয়াত মাকরুহ যেই পরিমাণ আওয়াজ নামাযি ব্যক্তির নামায ও ইবাদতে ব্যাঘাত সৃষ্টি করে।
لما فى ردالمحتار مع الدر المختار:
"وفي حاشية الحموي عن الإمام الشعراني: أجمع العلماء سلفا وخلفا على استحباب ذكر الجماعة في المساجد وغيرها إلا أن يشوش جهرهم على نائم أو مصل أو قارئ إلخ." (ج:1، ص:660، کتاب الصلاة، باب مايفسد الصلاة و مايكره فيها، مطلب في رفع الصوت بالذكر، ط:سعيد)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) এভাবে তাদের জন্য উচ্ছস্বরে তিলাওয়াত জায়েয হচ্ছে না।
(২) আপনি সেই জামাতে যেতে পারেন।তবে তাদের সাথে উচ্ছস্বরের তিলাওয়াতে জড়িত হবেন না।
(৩) যখন কেউ নামায আদায় করছে না, সেই সময় আপনি কুরআন তিলাওয়াত করতে পারবেন।