আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
16 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (4 points)
আমি যে মসজিদে সালাত পড়ি। ওখানে কুরআন তেলাওয়াত শুদ্ধভাবে শেখানোর  জন্য  ইশার পরে ( যখন শুরু হয় তখন মোটামোটি সবার সালাত শেষ হয়ে যায় দুই তিনজন সাধারণত সালাত পড়ে)  ৮-১০ জন একজন উস্তাদের অধীনে পড়ে। এখন সবাই উচ্চস্বরে কুরআন তেলাওয়াত করে অনেক সময় এতে ওইসময় দুই এক জন যারা সালাত পড়ে তাদের সালাতে স্বাভাবিকভাবে অসুবিধা হয়।
আমারও দুই একদিন বিতরের সালাতের শেষ দুই রাকাতের দিকে উনারা পড়া শুরু করেন।  এতে আমার সালাতেও কিছুটা অসুবিধা হয়েছিল। এখন আমার প্রশ্ন হলো:
১. এটা কি জায়েজ হচ্ছে তাদের?

২. এখন আমি ওইখানে কুরআন শুদ্ধ করার জন্য যেতে চাচ্ছি তো এটা কি আমার জন্য জায়েজ হবে?

৩.আমি  যদি উনাদের পড়া শুরু করার কিছু সময় পরে যায় যখন কেউ সালাত আদায় করছে না। তাহলে কি আমার জন্য উনাদের সাথে পড়া জায়েজ হবে?

1 Answer

0 votes
by (705,360 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মসজিদে এই পরিমাণ উচ্ছস্বরে কুরআন তিলাওয়াত মাকরুহ যেই পরিমাণ আওয়াজ নামাযি ব্যক্তির নামায ও ইবাদতে ব্যাঘাত সৃষ্টি করে। 
لما فى ردالمحتار مع الدر المختار:
"وفي حاشية الحموي عن الإمام الشعراني: أجمع العلماء سلفا وخلفا على استحباب ذكر الجماعة في المساجد وغيرها إلا أن يشوش جهرهم على نائم أو مصل أو قارئ إلخ." (ج:1، ص:660، کتاب الصلاة، باب مايفسد الصلاة و مايكره فيها، مطلب في رفع الصوت بالذكر، ط:سعيد)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) এভাবে তাদের জন্য উচ্ছস্বরে তিলাওয়াত জায়েয হচ্ছে না।
(২) আপনি সেই জামাতে যেতে পারেন।তবে তাদের সাথে উচ্ছস্বরের তিলাওয়াতে জড়িত হবেন না।
(৩) যখন কেউ নামায আদায় করছে না, সেই সময় আপনি কুরআন তিলাওয়াত করতে পারবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...