ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) লাইফ গুড নামক এপে ৩০০ টাকা দিয়ে ভেরিফাইড করে ইনকাম করার পদ্ধতি কি? সেটা আপনি উল্লেখ করেননি? যদি এম এল এম পদ্ধতি থাকে, তাহলে জায়েয হবে না। তবে শরীয়ত বহির্ভূত আর কিছু না থাকলে তখন জায়েয হবে।
(২) কোনো ইনকাম সাইটে অর্থ বা কয়েন বোনাস দিলে তা গ্ৰহণ করা না জায়েয হবে না। তবে বোনাস কি জন্য দিচ্ছে? যদি শরীয়ত বহির্ভূত কোনো কাজের জন্য দেয়া হয়, তাহলে জায়েয হবে না।
(৩) খাবার ওয়ালাকে না চিনলে, তার নামে কিছু হাদিয়া দিয়ে দিবেন।
(৪) একবার ফ্রেঞ্চ ফ্রাই কিনে খাওয়ার সময় দেখলাম ফ্রেঞ্চ ফ্রাই এর সাথে কিছু মাংস লেগে আছে। এটা খাওয়া জায়েয হবে। তবে জবাই করার সময় বিসমিল্লাহ বলা হয় নাই, সেটা নিশ্চিত হলে তখন খাওয়া যাবে না।
(৫) মসজিদে নামাজ আদায় করার সময় যদি বায়ুর
চাপ আসে। বায়ূ ধরে রাখলে যদি নামাযে একাগ্রতা নষ্ট হবে বলে মনে হয়, তাহলে নামায ত্যাগ করে অজু করে এসে নামাযকে বীনা বা পূনরায় পড়তে হব।
(৬) কোনো দোকানে গিয়ে আ পণ্য কিনার নিয়ত না করে যদি শুধু পণ্য দেখা হয়,দাম জিজ্ঞেস করা হয়, তবে এতে যদিও দোকানদারের হক নষ্ট হবে না।তবে সময় অপচয়ের হবে।
(৭) https://ifatwa.info/125458/
আপনার আম্মুই আপনার বাবাকে জানাবে।ঝামেলা হলেও আপনার আম্ম দায়মুক্ত হয়ে যাবেন।
(৮) জামাতে নামাজ আদায় করার সময় বায়ু আসলে করণীয় সম্পর্কে ইতিপূর্বে আমরা বলেছি।