ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত ইবনে আব্বাস রাঃ থেকে বর্ণিত,
عن ابن عباس قال;قال رسول اللّٰه صلى اللّٰه عليه و سلم ﻻ ﻳﺤﻞ ﻣﺎﻝ ﺍﻣﺮﺉ ﻣﺴﻠﻢ ﺇﻻ ﺑﻄﻴﺐ ﻧﻔﺲ ﻣﻨﻪ "
নবী কারীম সাঃ বলেনঃ"কোন মুসলমানের জন্য অন্য কোনো মুসলমানের মাল তার অন্তরের সন্তুষ্টি ব্যতীত হালাল হবে না। (তালখিসুল হাবীর-১২৪৯) আরো জানুন- https://www.ifatwa.info/3747
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
মিলাদুন নবী বিদ'আত ও পরিত্যাজ্য।
বিদাতি ব্যক্তি যদি তার হালাল মাল থেকে আপনাকে খাওয়ায়, তাহলে আপনাকে ঐ খাবারের মূল্য সদকাহ করতে হবে না। হ্যা, বিদাতি ব্যক্তির বাড়িতে খাবার গ্রহণ না করাই উত্তম। তবে যদি ঐ ব্যক্তি হারাম বা হালাল হারাম মিশ্রিত ইনকাম দ্বারা আপনাকে খাওয়ায়, তাহলে আপনার জন্য ঐ খাবার গ্রহণ করা জায়েয হবে না। তখন আপনাকে খাবারের সমপরিমাণ টাকা সদকাহ করতে হবে।
সুতরাং
(১) এই খাবার গ্রহণ করতে পারবেন। এজন্য আপনার কোনো গোনাহ হবে না।
(২) কেউ এইরকম খাবার পাঠালে কাওকে দিয়ে দেয়াই উত্তম।
(৩) এইসব ওরশের উপলক্ষে যে খাবার বানানো হয়, সেগুলে নাজায়েয হবে না। তবে কোনো প্রাণী জবাইয়ের ক্ষেত্রে আল্লাহর নাম ব্যতিত অন্য নাম উচ্ছারিত হলে, তখন উক্ত প্রাণী ভক্ষণ নাজায়েয হবে না।