ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
প্রশ্নের বর্ণনায় আমরা সর্বমোট তিনটি বিষয় দেখতে পাচ্ছি।
(১)
আজকের পর থেকে কলেজ, প্রাইভেট ব্যতীত আমার অনুমতি ছাড়া অন্য কোথাও গেলে আমাদের স্বামী-স্ত্রীর সম্পর্ক থাকবেনা এবং তুমি আর আমার বউ থাকবে না।
যেহেতু এই ঘটনার কিছুদিন পর আপনার স্ত্রী তার আন্টি এক্সিডেন্ট করায় আপনার অনুমতি ব্যতিত সেখানে গিয়েছে, তাই এক তালাক পতিত হবে।
(২)
ঐদিনের পর আবার আরেকদিন সে প্রাইভেট থেকে আসার সময় তার ভাইয়ের সাথে ঐ আন্টিকে দেখতে যায় উনার বাসায়।
যেহেতু শর্তযুক্ত তালাকের ক্ষেত্রে একবার তালাক পতিত হয়ে শর্ত বাতিল হয়ে যায়। তাই এ কথা দ্বারা আর তালাক হবে না।
(৩)
আবার কয়েকদিন আগে সে প্রাইভেট পড়তে যাবার সময় আমি নিষেধ করি। তাকে বলি, "তুমি যদি চাকরি করো তাহলে আমার কাছ থেকে একেবারে চলে গিয়ে করতে হবে। আরও বলি, "তুমি চাকরি কারলে তালাক হয়ে যাবে।
যেহেতু এই কথা বলার পর শর্তকে ডিঙ্গানো হয়নি, তাই আর তালাক পতিত হবে না।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সুতরাং সর্বমোট এক তালাক পতিত হবে। স্বামী আর দুই তালাকের মালিক থাকবে।