আসসালামু আলাইকুম । আপনাদের একটা হেল্প লাগবে। আমি বেশ কিছু দিন ধরেই বেশ কিছু না বলা যায় ১ বছর ধরেই কালো জাদুতে আক্রান্ত সাথে বদ জ্বীনের প্রভাব আছে। আমি রুকিয়া করিয়েছি বলা যায় অনেক যুদ্ধ করে পরিবার এর সাথে তারা আমাকে দেখাবে ওঝা। আমাকে তাবিজ নিতেই হবে তাবিজ না পড়লে নাকি আমার বিপদ। বাট তাবিজ পড়া শিরক আমার পক্ষে তাবিজ পড়া পসিবল না আর তাবিজ এ তারা কোনো কুরআনের আয়াত লিখে নাই সব কি বাজে ভাবে লিখে দিছ্র। ত রুকিয়া করে আলহামদুলিল্লাহ অনেক ভাল ছিলাম বাট পড়া লেখার কিছু চাপের কারণে রুকিয়া নিয়ম ফলো করতে পারিনি৷ যার কারণে আমার আবার সেম প্রব্লেম হচ্ছে আমি যা পড়তিছি হঠাৎ করে ই ভুলে যাচ্ছি মাথা কেমন টেনে ধরছে। ত ফ্যামিলি বলছে এসব রুকিয়া তে কাজ হবে না তোর ভাইকে ওঝা দেখাইছি সে তাবিজ দিছে ও এখন সুস্থ এসব রুকিয়া কাজের না আস্তাগফিরুল্লাহ ও নামাজ ও পড়ে লেখা পড়াও করে । আপু রুকিয়া করে আলহামদুলিল্লাহ আমি অনেক সুস্থ হই গেছিলাম অনেক। আপু আমার পক্ষে তাবিজ পড়া পসিবল না। দ্যান ওই ওঝা হাত দেখে তার পর বলে সামনে বিপদ আছে হেন তেন ব্লাহ ব্লাহ আমি কি করতে পারি। আমাকে এই তাবিজ এর পানি ইচ্ছা করে খাওয়াইছে। আমার নানাও এসব তাবিজ দেন ওঝা মানে হুজুর আরকি। কিয়ামতে দিন আল্লাহ আমাদের কাকে কখন কিভাবে কোন জিনিসে এ আটকে দিবেন কেও ই আমরা তা জানি না। অজান্তে যদি শিরক হয়ে থাকে তাহলে ত বিপদ শিরক এর পাপ তওবা না করা অব্ধি মাফ হয় না। আল্লাহ জানেন, আমি চাই না আমার দ্বারা শিরক এর মত জঘন্য পাপ যেন হয় আস্তাগফিরুল্লাহ। আপু কুরআনের আয়াত এর সামনে আর কি আছে?? ওঝা রা ত এসব বলে না!! আবার ওই ওঝা বলে তার নামি মেয়ে সন্তান ভাল লাগে না এগুলা একটা ঝামেলা। এসব কি ধরণের ওঝা ৭ ঘাটের পানি,, মোরগ এর বলি নাউজুবিল্লাহ এসব কি ধরণের কাজ!! এটা কি আমি বুঝিনা।