আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
আমি একজন মেয়ে,বয়স ২৩। অনেকদিন ধরেই বিয়ে করতে চাচ্ছি & বাসায় এবছরই রাজি করিয়েছি।আমার পরিবারের তেমন দ্বীনি জ্ঞান নেই তাই দ্বীনদার পাত্র দেখছেন না, আমি বললে বলেছেন নিজের টা নিজে দেখে নিতে। আমি Iom ar ordhekdeen এর ওয়েবসাইটে বায়োডাটা দিয়েছি কয়েকমাস হলো। আশানুরূপ ফল পাচ্ছিনা।
আশপাশের নানান কিছু বিষয় আমাকে মানসিক চাপ দিচ্ছে, আমার মনে হচ্ছে বিয়ে হয়ে গেলে এই চাপ গুলো থেকে বেঁচে যেতাম
আমি জানি হতাশ হওয়া মুমিনের জন্য জায়েজ নয়, তাও আমার কেমন যেনো মন খারাপ অনেক.. আর নিতে পারছিনা আসলে
২)আমি দ্রুত বিয়ে করতে চাচ্ছি কারণ আমার দ্বীন বাঁচাতে হবে। বাসায় আসলে আমলে অনেক ঘাটতি হয় আর ব্যাচেলর থাকলে যেহেতু একা থাকা হয় খুব একা লাগে,খারাপ লাগে।এই অবস্থায় আমি হয়তো সত্যিই হতাশ হয়ে যাচ্ছি যা আমি চাচ্ছিনা