ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সাধারণত সুদের বিনিময়ে ঋণ গ্রহণ নাজায়েয ও হারাম। হাদীসে সুদে ঋণ গ্রহণকারী ব্যক্তির উপর লা'নত এসেছে। তবে যদি কেউ টাকার অভাবে খিদায় মরতে বসে, অথবা মানসম্মান বিনষ্টের সমূহ সম্ভাবনা থাকে,এবং সুদে ঋণ গ্রহণ ব্যতিত সমস্ত চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ হয়। যেমন ঐ ব্যক্তির নিকট গহেণা বা বিক্রয়যোগ্য কোনো জিনিষও না থাকে,এবং শতচেষ্টার পরও সুদ ব্যতিত ঋণ কোথাও পাওয়া না যায়,তাহলে এমতাবস্থায় ঐ ব্যক্তি মা'যুর হিসেবেই গণ্য হবে। তখন জরুরত পর্যন্ত ঐ ব্যক্তির জন্য সুদে ঋণ গ্রহণের রুখসত বা সুযোগ থাকবে।(জদীদ ফেকহী মাসাঈল ৪/৫৫)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1085
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রশ্নের বিবরনমতে আপনার বাবার জন্য ইসলামী ব্যাংক থেকে হালাল ত্বরিকায় লোন গ্রহণের রুখসত রয়েছে।
হালাল ত্বরিকায় লোন গ্রহণ বলতে ব্যাংক আপনার বাবাকে পণ্য বা ঘর নির্মাণ সামগ্রী দিবে নির্দিষ্ট মূল্যে দিবে। এবং আপনার বাবা টাকা দ্বারা ঋণ পরিশোধ করতে পারবেন।
যদি হালাল ত্বরিকায় ঋণ গ্রহণের কোনো সুযোগ না থাকে। এবং সবকিছু বিক্রি করাও হয়ে যায়, তাহলে নির্মাণ কাজটি সম্পন্ন করার জন্য ইস্তেগফারের সাথে লোন গ্রহণের রুখসত থাকবে।