ওয়েবসাইটে অনেক ঘাটাঘাটির পর প্রশ্ন টা করতেছি, জাস্ট কনফিউশান ক্লিয়ার জন্য।
আকা আকি নিয়ে অনেক প্রশ্ন উত্তর দেখলাম,সেখানে, উত্তরে বলা হয়েছে মাথা ছাড়া ছবি আকলে কোনো সমস্যা নেই।
******আবার প্রান নেই এমন বস্তু তে চোখ,মুখ,হাত আকা যাবে,তাই তো?
https://drive.google.com/drive/folders/1qC6XTZ2BWzQxBu9TCZpvA-GKtBTOl7Hg?usp=sharing
আমি ড্রাইভ ফাইলে সব ছবি দিচ্চি অনুগ্রহ করে উত্তর দিবেন।
১. Prani shape decor ৩-- একরম প্রানী বুঝায় এমন আকৃতিতে জিনিস বানানো জায়েজ?
২. islamic boi 5---- ইসলামিক / শিক্ষার উদ্যেশ্য এ এমন আর্ট বইয়ে ছাপানো যাবে? এ-আই বা কম্পিউটার দিয়ে বইয়ে এমন আর্ট ছাপানো যাবে কি?
৩. faceless pic 1---- এরকম ফেস ছাড়া, জাস্ট গোল দিয়ে আকা আকি করা যাবে?
৪. animation 6,9,11 --- এরকম গোল মাথায় শুধু চোখ মুখ আকা যাবে?
৫. Animation 2-- এরকম অ্যানিমেশন করা যাবে? গলা ছাড়া৷ গলা নেই কিন্ত।
" ড্রাইভ লিংকে ফাইলের নাম প্রশ্নের নাম দিয়ে লিখা আছে৷ অনুগ্রহ করে ছবি গুলো দেখে উত্তর দিবেন"
জাযাকাল্লাহ খইরন