السلام عليكم ورحمة الله وبركاته
উস্তাজ আমার প্রশ্ন হচ্ছে:-
০১- আমার কাছ থেকে টাকা ধার নিয়ে যদি কেউ অন্য কাউকে সুদ এর ভিত্তিতে ধার দেয় তাহলে কি আমার গুনাহ হবে? আমার বাসার বুয়া কিস্তিতে সমিতির টাকা পরিশোধ করে সেইজন্য মাঝে মধ্যে ধার নেয়। তাকে ধার দেওয়া জায়েয হবে? আমাকে অন্য কারণ দর্শিয়ে টাকা ধার নিয়ে সে যদি সুদের কাজ করে তবে কি আমি গুনাহগার?
০২- উস্তাজ নখ, চুল এই ধরনের জিনিসগুলো কিভাবে ফেল্বো? আমাদের এখানে অনেকে চুল পেঁচিয়ে ছোট করে হাল্কা থুথু ছিটিয়ে ফি সাবিলিল্লাহ বলে বাহিরে ফেলে দেয়। এটা কি ঠিক?
০৩- উস্তাজ শায়েখ আহমাদ মুসা জিব্রিল এর কি আকিদা মানহাজ ঠিক আছে? তার লেকচার গুলো কি শুনা যাবে? তাকে অনেকে খারিজি বা তাকফিরি বলে কেন?
০৪-উস্তাজ নামাজের মধ্যে যদি এমন ভয় হয় যে সতর খুলে যাচ্ছে তখন কি কাপড় টেনে দেওয়া যাবে?<!--/data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_bodytext_250914_021002_598.sdocx-->