১।আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। একজন অমুসলিম মসজিদে নববীর বাইরে ভিড়িও করতেছে এবং ওখানে লিখা ভিডিওতে non muslim। তহ সে যদি মসজিদে নববী দেখিয়ে মুহাম্মদ সাঃ এর নাম নেয় মুসলিম রা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারবে?বললে কোন সমস্যা হবে?
২।প্রতিদিন চা খাওয়া না খেলে মাথা ব্যাথা করে এটা কি নেশা হবে? এমন হলে কি গুণাহ হবে?
৩।জিলেটিন নিয়ে অনেক কথা শুনেছে কিন্তু পর্যাপ্ত জ্ঞানের অভাবে মানে ইসলামিক স্কলারের কাছে না শুনার কারনে জিলেটিনকে হালাল ভাবলে কোন সমস্যা হবে?