আস সালামু আলাইকুম।
আমার ২টি প্রশ্ন রয়েছে সম্মানিত মুফতি সাহেবের কাছে।
১। দাড়ি এক মুষ্টি পরিমান রাখা তো ওয়াজিব।কিন্তু কোন ব্যক্তির দাড়ি যদি এক মুষ্টি পরিমান প্রাকৃতিক ভাবেই হয়নি বয়স হওয়া স্বত্তেও, কিন্তু তিনি নবীজী (সাঃ) এর সুন্নতের অনুসরনের জন্য যত টুকুই দাড়ি হয়েছে সেটা রেখেছেন।তাহলে উক্ত ব্যক্তির সুন্নত আদায় হবে কি?
২।সন্তানের তাহনিক কি সন্তানের পিতা করতে পারবে? যদিও পিতা আলিন নন।
জাজাকাল্লাহু খায়রন