আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ
আমরা সবাই জানি বিয়ের সামর্থ্য না থাকলে রোজা রাখতে বলা হয়েছে। এও জানি নারীর মোহর তার অধিকার। যে ব্যক্তির বাচ্চাকাচ্চা রয়েছে কিন্তু ইনকাম স্বল্পতার জন্য ভরণপোষণ দেওয়া হয় না, যার বেতন কম এবং একজন স্ত্রী ইতোমধ্যে আছে, পাশাপাশি প্রায় অর্ধলক্ষ টাকা ঋণ তার জন্য মাসনা করা জরুরি নাকি ঋণ পরিশোধ ও সন্তানদের ভরণপোষণ দেওয়া জরুরি?
একজন মাসনা পাত্রী বিয়ের বিষয়ে পাত্রের ইনকাম দেখবে? কেননা এতে সমতার বিষয়টি গুরুত্বপূর্ণ। ইনকাম ঠিকঠাক না হলে সমতা করা দুষ্কর।
আমার স্বামী গত প্রায় সাতমাস বসা। মাসনার চাকরীর টাকা তার কাছে থাকে। এবং তিনি আমাকে নিয়ে ছোট বিজনেসও করেন। রিসেন্টলি মাসনার জব চলে গেছে। আর আমার ছয়মাসের মধ্যে দুইটা মিসক্যারেজে শরীর দূর্বল তাই বিজনেসে ফোকাস করতে কষ্ট হচ্ছে। এমতাবস্থায় আমি খুব পোলাইটলি মাসনাকে বলি যে, "আপনার চাকরীর জন্য সে জব ছেড়েছে। আপনি যদি শুরু থেকে তাকে আশকারা না দিতেন তাহলে তিনি চাকরি ছাড়তেন না। আমি একা থাকাবস্থায় কখনও তাকে ইনকাম ছাড়া থাকতে দিইনি। বরং বলেছি এটা মনমতো না হলে আরেকটা খুঁজে এটা করুন, উনি তাই করেছেন।"
এমতাবস্থায় মাসনা বলেন আমি নিজেই চাকরি করবো না বলে বিয়ে করেছি। তখন আমি বলি, "তাহলে তো আপনার জিজ্ঞেস করা উচিত ছিল পাত্রের দুই স্ত্রী টানার বিষয়ে আর্থিক সক্ষমতা আছে কিনা। এইযে এখন আমার উপর সবকিছু চাপতেছে, আমার এই শরীর নিয়ে তো আমি পারতেছি না।"
উত্তরে মাসনা অস্বীকার করেন যে কি উচিত ছিল না ছিল তা যেন না বলি। অর্থাৎ আমার স্বামীর আর্থিক সামর্থ্য তার জন্য জানা জরুরী মনে না করেন তিনি।
কিন্তু ওস্তাদ, স্ত্রী একজন হলে অনেক ছাড় দিয়ে চলা যায়। দুজন হলে সঙ্গতভাবেই সমতার কথা আসবে। দুজন হলে ছাড় দিতেও কিছুটা অস্বস্তি হয় কিন্তু আমি দিয়েছি। তবে মাসনা প্রার্থীর জন্য পাত্রের কি কি বিষয় সম্পর্কে জানা উচিত? তিনি আমার স্বামীর স্বল্প ইনকামে আসার কারণে (তাকদীর) আমাকে যেই তাকলিফ পোহাতে হচ্ছে তা কি ঠিক হচ্ছে আমার সাথে? শুধু আর্থিক চাপ নয়, আমার উপর শারীরিক চাপও যাচ্ছে। দুইবার মিসক্যারেজে শরীর খারাপ। দুই স্ত্রী একইসাথে থাকি। কিন্তু রান্নাবান্না বাসনকোসন পরিষ্কার আমি করি।
ওনার বাবু হয়েছে ১০ দিন, আমি তাকে পুরো কাজ করতে বলছি না। কিন্তু সে কোনো কাজেই হেল্প করে না আমাকে। এই শরীরের উপর প্রেসার হচ্ছে আমার (দুইবার মিসক্যারেজেই ডিএনসি/ওটি করা হয়েছে ছয়মাসের ব্যবধানে)
আমার সাথে কি ঠিক হচ্ছে এগুলো? আমার প্রশ্নগুলোর মধ্যে বেশকিছু হাইড করা হয়েছে। এই প্রশ্নের উত্তর দেওয়ার পর হাইড করা হলে মুনাসিব হয়। আমি ওনাদের নিয়ে কাউকে কিছু জানাতে চাচ্ছি না। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ