আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমি আমার স্বামীর সাথে ঢাকা থাকি ছোট বাচ্চার নিয়ে। শাশুড়ী গ্রামে অন্য ছেলেদের সাথে থাকেন। ২/৩দিন পর পর আমি কল দিয়ে উনার খবর নেই উনি নিজে থেকে কল করেন না, উনি যেহেতু মুরব্বি মানুষ সেক্ষেত্রে উনার খোজা নেয়া আমার দায়িত্ব।
কিন্তু আমার ননাশদের কল দিলে উনারা কল ধরেনা,ধরলেও বলে আমি খোজ নেইনা তাদের হক্ব নষ্ট হয় এতে।বউদের উপর দায়িত্ব আছে তাদের খোজ নেয়া। উনারা আমি কল দিলে তো ধরেইনা বরং নিজেরা কখনোই কল দিয়ে আমার বা আমার বাবুর খোজ নেন না। এমতাবস্থায় আমি যদি আত্মসম্মান বোধ থেকে তাদেরকে কল না দেই দেখা হলে নরমালি কথা বলি সম্পর্কে কোন ঝামেলা নেই তাহলে কি গুনাহ হবে? তাদের হক্ব নষ্ট হবে? ভাই এর বউ এর কি কি দায়িত্ব বা হক্ব পালনের দায়িত্ব রয়েছে ননদ ননাশের প্রতি?