আসসালামু আলাইকুম ।
৩ দিন আগে আমি একটি ১.৫ মাস বয়সী বিড়াল ছানা রাস্তায় কুড়িয়ে পাই।বিড়াল ছানাটির ডান চোখ ইনফেকশন হয়ে পুরোপুরি নষ্ট ছিল। যার জন্য ডাক্তার আমাদের বিড়াল ছানাটির চোখের সার্জারি করার পরামর্শ দেন এবং বলেন সার্জারির আগে ১০ ঘণ্টা বিড়ালকে কোনো খবর ও পানি খেতে না দিতে।ডাক্তারের পরামর্শ অনুযায়ী আজকে আমরা বিড়ালটি সার্জারি করাই।সার্জারির কয়েক ঘণ্টা পর বিড়ালটি মারা যায়। যার জন্য আমি খুবই অনুশোচনা বোধ করছি।
এখন আমার প্রশ্ন হলো "যেহেতু আমার তত্ত্বাবধানে থাকা অবস্থায় বিড়ালটি মৃত্যু হয়েছে এবং বিড়ালটিকে আমি ১০ ঘণ্টা না খাইয়ে রেখেছিলাম ,এর জন্য কি আমি গুনাহগার হবো বা এর জন্য কি আমার আল্লাহর নিকট ক্ষমা চাওয়া উচিত নিকা?"
আশা করছি ইন শা আল্লাহ্ প্রশ্নের উত্তরটি খুব তাড়াতাড়ি পাবো
মা - আসসালাম।