১। প্রতিদিন কুরআন তিলাওয়াত করা কি ওয়াজিব/ফরজ? ডেইলি কুরআন না পড়লে কি পাপ হবে?
২। জামাত চালিত ইসলামী ব্যাংক কি আসলেই ইসলাম মতে চলে? শুনেছি তারা সুদ লেনদেন করে না৷ সরাসরি বস্তু কিনে নিয়ে ওটা বেশি দামে গ্রাহকের কাছে বিক্রয় করে যেটা হালাল। যেমন আমি কার লোন নিবো ৫০ লাখ,সুদ দিতে হবে ২০ লাখ৷ কিন্তু এই ব্যাংক লোন দিয়ে সুদ না নিয়ে সরাসরি শপ থেকে ৫০ লাখ টাকা দিয়ে গাড়ি কিনে নিয়ে ৭০ লাখ টাকা দিয়ে আমার কাছে বিক্রয় করবে৷ আসলেই কি ইসলামী ব্যাংকে এমনটা হয়? তাহলে সেখানে টাকা রাখা বা লোন নেওয়া বা চাকরি করা জায়েজ?
৩। অজু করার সময় যদি ৩ বারে মুখমণ্ডল পুরাপুরি ধোয়া না হয়,একটু শুকনা থাকে কপাল বা গালের শেষ সীমানা বরাবর,তখন কি আরো ২ ১ বার পানি দিয়ে ধৌত করা যাবে? বা অজু শেষে এমনি পানি দিয়ে ধুলে অজু হয়ে যাবে? নাকি ৩ বারের মধ্যেই যেভাবে হোক ম্যানেজ করতে হবে?
৪। মেডিকেলে পড়ি আমি৷ এখানে কি ক্লাস ক্যাপ্টেন হওয়া জায়েজ যেখানে মেয়েদের সাথে ইন্টারেকশন করা লাগে,প্রোগ্রাম এরেঞ্জ করা লাগে,ফ্রি মিক্সিং করা লাগে ক্যাপ্টেন হলেই৷ কিন্তু ক্যাপ্টেন হয়ে ইসলামের কিছু কাজ করা যাবে যেমন প্রোগ্রামে আমি না এরেঞ্জ করলে নাচ গান হতো,আমি করলে এগুলা হবে না বা নামাজের টাইমে ক্লাস নিবো না। তবে এটা তো আবশ্যিক না,আবার অন্যদের নাচ গানের জিম্মাদারি ও আমার না৷ কিন্তু প্রোগ্রামে যদি আমি যাই আমার নজরের হেফাজত হবে না,মেয়েদের সাথে কথা হবে। তাহলে কি ক্যাপ্টেন হওয়া জায়েজ? উল্লেখ্য মেয়ে টিচার ও থাকে অনেক যাদের সাথে রেগুলার কন্টাক্ট রাখা লাগে।