ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
যে সমস্ত কাজে সাধারণত দু'হাত ব্যবহৃত হয়,সেটাকে আ'মলে কাছির বলে,যেমন লুঙ্গী বাঁধা ও পাগড়ী বাঁধা।ঐ সমস্ত কাজ যদি একহাত দ্বারাও করা হয় তবে ও তা আ'মলে কাসির বলে গণ্য হবে।
এবং যেই সমস্ত কাজ সাধারণত একহাত দ্বারা করা হয়,সেই সমস্ত কাজকে যদি তখন দুই হাত দ্বারাও করা হয়, তবে তাকে আ'মলে কাছির বলা যাবে না বরং তাকে আ'মলে ক্বালিল-ই বলা হবে, যতক্ষণ না তা তিন হরকত পরিমাণ হয়।যেমন লুঙ্গী খোলা,ও টুপি পরিধান করা,ইত্যাদি।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/445
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) নামাজে কল আসলে ১ হাত উঠিয়ে ৩ তাসবিহ থেকে কম পরিমান সময়ের মধ্যে মোবাইল ফোনের রিং কেটে দিলে। নামায ফাসিদ হবে না। তবে এক রুকুনে তিন তাসবিহ থেকে বেশী সময় মুবাইল সুইচ অফ করতে ব্যয় করা যাবে না। নতুবা নামায ফাসিদ হবে।
(২) সালাফে সালেহীনরা নেককার ব্যক্তিদের সংস্পর্শে থেকে ক্বলবের মধ্যে জিকিরকে জারী করে নিতেন। এজন্য একজন শিক্ষক ধরতে হবে।তাসাউফ সম্পর্কে জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/1037