আসসালামু আলাইকুম,
আমি IOM এ আলিম কোর্সে অর্ধয়নরত আছি আলহামদুলিল্লাহ । যেহেতু আমার জন্য প্রয়োজনীয় ইলম অর্জন ফরজ তাই আমি এখানে আছি। আমি একই সাথে আরো একটা অনলাইন একাডেমিতে তাজউদ কোর্সে অধ্যয়নরত আছি এবং সেখানে ফ্রীতে কুরআন শিখানোর খিদমতে আছি আলহামদুলিল্লাহ। কিন্তু সেই একাডেমির রুলস অনুযায়ী এক সাথে দুটা একাডেমিতে পড়াশোনা করা যাবেনা। এবং কেউ এই রুলস ব্রেক করলে আল্লাহর কাছে জবাবদিহির আওতায় পড়বে। কেউ যদি এমন করে থাকে তাদেরকে সেই একাডেমি থেকে লিভ নিয়ে বের হয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে? এখন আমার প্রশ্ন আমি যদি লিভ না নিয়ে দুই জায়গায় পড়াশোনা কন্টিনিউ করে যাই। আমি কি গুনাহগার হব? আমি সেখানে অনেক বোনকে ফ্রীতে কুরআন শিক্ষার কাছে নিয়োজিত ছিলাম, এটা আমার জন্য সদাকায়ে জারিয়ার একটা বিশাল সুযোগ ছিল তা আমি হারাতে চাচ্ছি না। আমার আমি আলিম কোর্স শিখে ইলম অর্জন করতে চাই। এখন এই যে আমি তাদেরকে না জানিয়ে আলিম কোর্সে আছি, আমি কি গুনাহগার? আমি আসলে কি করব?