বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
৭৭ কিলোর অধিক দূরত্ব অতিক্রম করলে মুসাফির হিসেবে গণ্য করা হবে। এই অতিক্রম যত দ্রুতগামী যানবাহন দ্বারা করা হোক না কেন? মুসাফির হিসেবে গণ্য করা হবে।কয়েক মিনিটে ৭৭ কিলোর অধিক অতিক্রম করলেও মুসাফির হিসেবে গণ্য করা হবে।
وفى جواہر الفقہ، (مفتی شفیع صاحب رحمہ اللہ) :
"سفر شرعی جس کے لیے احکام مخصوص ہیں ، تین شرطوں پر موقوف ہے ، اول یہ کہ سفر کم ازکم اتنی دور کا ہو جس کو پیادہ چلنے والے بسہولت تین دن میں قطع کرسکیں ،خواہ ریل وغیرہ کے ذریعہ ایک دو گھنٹہ ہی میں قطع ہوسکتا ہو، جس کی مقدار آج کل تقریبا اڑتالیس میل ہے۔ "(احکام سفر،ج: 3 ، ص : 74 ، ط: مکتبہ دارالعلوم کراچی )
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1293
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ট্রেনে ৭-৮ ঘন্টার দূরত্বকে যদি আপনি বিমান দ্বারা ৪৫ মিনিটে পৌছে যান, তাহলেও আপনাকে কসর করতে হবে। আপনি মুসাফির হিসেবে গণ্য হবেন।