আমার স্বামী দেশের বাইরে থাকে।আমার স্বামী নভেম্বর মাসে মৌখিকভাবে স্বইচ্ছায় ১তালাক দেয় এবং উনি বলেন যে পরবর্তী ২মাসে বাকি দুইটা দিবে। ঠিক সেই সময় উনি আমার বাবাকে নিয়ে আমার সাথে অশ্লীল ভাষায় কথা বলাতে চারিত্রিক দিক নিয়ে অযাচিত গালিগালাজ করায় আমি বলি যে একবারেই এখনই ৩তালাক দিয়ে দিতে।কিন্তু উনি তখন আমাকে বলে যে আমি দিবোনা তুই দে আমি তোদের দেওয়া ফার্নিচার দিয়ে দিচ্ছি এখনই ৩তালাক দে। মানে উনি আমাকে তালাকের অনুমতি দিয়ে দিয়েছিলো।
ডিসেম্বর মাসের শেষের দিকে আমি মনস্থির করে সিদ্ধান্ত নেই যে আমি উনাকে আইনিভাবে তালাক প্রদান করবো।কাবিননামার ১৬/১৭ দাগে তালাক নেওয়ার অনুমতি আমাকে দেওয়া হয়েছে।আমি একসাথে ৩তালাক প্রেরণ করি নোটিশ দিয়ে আইনিভাবে।
জানুয়ারি মাসের শেষের দিকে উনি আমাকে এসে হাতে পায়ে ধরে যে তোমার তালাক প্রদানের ১মাস হয়েছে এখনো ৯০দিন হয়নি তুমি ফিরে চলো(যেহেতু আইনিভাবে তালাক প্রদান করেছিলাম)। আমি উনার সাথে ফিরে যাই কিন্তু আমার সন্দেহ লাগে যে আমার ইসলামিকভাবে ডিভোর্স হয়ে গেছে কিনা।
এরপর ৩মাস পার হওয়ার পর আইনিভাবে ডিভোর্স উইথড্র করিনি বিধায় আইনিভাবে আমাদের ডিভোর্স হয়ে গেছে গত ৬মাস আগে।
তাকে তালাক দিতে মনস্থির করার কিছু মেইন কারণ-
১.উনি নামায আদায় করেননা।৬বছর চেষ্টা করে আমি পারিনি।
২.বিভিন্ন নারীদের সাথে চ্যাটিং এর অভ্যাস। বুঝিয়ে বাড়িতে সবাইকে বলেও কাজ হয়নি
৩.শারীরিক সমস্যা বিয়ের আগে থেকে যেটা আমার সাথে গোপন করা হয়েছিলো এই বিষয়ে কোনো ট্রিটমেন্ট ও সে নেয়না।
৪.আমাকে তালাকের অনুমতি দিয়েছিলো।
৫.উনাদের দেওয়া কোনো জিনিস আমি নেইনি।কাবিনের টাকা ১টাকাও পরিশোধ করেনি তাই ফেরত দেওয়ার ব্যাপার ছিলোনা।
সব ভেবেই আমি তালাক প্রদান করি কিন্তু ১ইদ্দতের পরে চলে যেয়ে ভুল আবারও বুঝতে পারি
উনি ১তালাক প্রদানের পর আমার ২ইদ্দত পালন হয় আর আমি ফিরে যাই।
আর আমি আইনিভাবে ৩তালাক প্রদানের পর ১ইদ্দত পালন হয়।
মূলত তালাক দুই দিক থেকেই প্রদান করা হয়েছে।এমতাবস্থায় কি তালাক হয়ে গেছে?
আমার প্রশ্ন উনি ১তালাক দেওয়ার পর আমার ২ইদ্দত পালন করার পর ব্যাক নিয়ে যায়।
আমি ৩তালাক দেওয়ার পর ১ইদ্দত পালন করার পর ব্যাক নিয়ে যায়। ১ তালাক ও ৩তালাকের নিয়মটা কি?