আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ।
১।কেউ যদি বলে "আল্লাহর কসম লাই লাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ ওই কাজটা করি নি আর করব ও না"। এমন বলে পরে ভেঙে ফেলে শপথ কাফফারা দিতে হবে? আর শপথ ভাঙ্গার ফলে কি কোন সমস্যা হবে?
২।কেউ যদি মিথ্যা শপথ করে বলে "আল্লাহর কসম লাই লাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ ওই কাজটা করি নি আর করব ও না"। এমন বলে মিথ্যা শপথ করে, পরে ভেঙে ফেলে শপথ কাফফারা দিতে হবে? আর শপথ ভাঙ্গার ফলে কি কোন সমস্যা হবে?মানে সে জানে করেছে এবং করবে তবু এভাবে শপথ করলে?