আমি একজন নওমুসলিমা। ২ বছর হতে চলল মুসলিম হয়েছি। তো স্বপ্নে দেখলাম আমি আমার মামার বাড়িতে বাড়ির পিছনের বারান্দায় নামাজ পরছি। আমার পাশে কেউ একজন বসে ছিল। খুব সম্ভবত আমার একটা ফ্রেন্ড,,, যে আমার এই বিষয়টা জানে। তবে আমি সরাসরি তার মুখ দেখি নি ওইরকম ভাবে। তারপর হঠাৎ কেউ এলো আমার ফ্রেন্ড টা দরজা খুলতে গেল। আমি ভয় পাচ্ছিলাম যে মানুষ দেখে ফেলবে নামাজে আছি।আমি জানি স্বপ্নে যে আমার অন্য কিছু ফ্রন্ড আসতে চলেছে।যারা আমার এই বিষয়টা জানে না। নামাজ ছেড়ে দিতে হবে এমন অবস্থা।কিন্তুু আমি নামাজ টা৷ ছাড়ি নি। পড়তে থাকি। তারপর আমার সেই ফ্রেন্ডগুলা আসলো। এর মধ্যে ১ জন মেয়ে, ২ জন ছেলে। মুসলিম হওয়ার পর ছেলে দের সাথে কোনো যোগাযোগ নেই। তো যে মেয়ে ফ্রেন্ডটি এসেছে, সে আমাকে দেখে কাছে আসছে। তার জিজ্ঞেস করছে " কে এটা" ওই মেয়েটা কে যে আগে আমার পাশে বসে ছিল সবাই আসার আগে। ও কিছু বলেনি।আমি ওই মুহুর্তে সেজদায় ছিলাম তাই মুখ দেখে নি। মুখ উঠাতেই অবাক হয়ে গেল। আর খুশিতে হাসতে ছিল। আমি ওর হাসি দেখে নামাজে ঠোট চেপে হাসি আটয়িয়ে নামাজ পরছি। তারপর উঠলাম।উঠে ঘরে গেলাম ওর সাথে বারান্দা থেকে। তারপর ও নিজেই বলল ২ জন ছেলের মধ্যে একজন মুসলিম হতে চায়,,ওরা ২ জন ই হিন্দু। একজন প্রতীক আর একজন প্রনয়। তো আমার ওই মেয়ে ফ্রেন্ড টা বলল প্রনয় ও মুসলিম হতে চায়। আমি প্রতীক এর দিকে তাকিয়ে বুঝলাম ওই এ বিষয়ে দুর্বল।আর আমায় এই অবস্থায় দেখেও ওরা স্বাভাবিক ছিল,,মনে হলো খুশিই হয়েছে। তারপর আসসের নামাজ এর ওয়াক্ত হলো। ওরা বলল চল একসাথে পরি। বাস্তবে ওরা ননমাহরাম জানি,,, তবে ওখানে কিছু বলি নি। আমি ওজু করে আলাদা সেই বারান্দায় দাড়ালাম নামাজে। আমার ওই মেয়ে ফ্রেন্ড আর ২ ছেলে এক রুমেই দাড়িয়েছে নামাজে। আমি কেন জানি নামাজ টা কমপ্লিট করতে পারি নি। একটু পর আবার ওজু করতে গেলাম। আমার মাঝে মাঝে এমন হয় যে আমি ভুলে যাই কতবার হাত ধুলাম,পা ধুইলাম।তখনও এমন একটা কিছু হয়েছে। তারপর ও আমি ওজু কনটিউ করে ভাবতেছি যে কোনো সাইট / চেট জিপিটিতে সোর্স সহ জিজ্ঞেস করবো ওজু হয়েছে কিনা। আমি বাস্তবে জিজ্ঞেস করি,চেট জিপিটিতে যখন আমার ইনস্টন্ট উত্তর দরকার হয়। তারপর এ অবস্থায় প্রতীক এলো পাশে চলে গেল, লাগলো ওইও ওজু করতে আসছে। এতটুকুই,,,,, ছিল হয়তো।
আর হুজুর আমার দুইটা মামাত্তো ভাই আছে। ওরা বাচ্চা একজম ১১/১২ বছর অন্য জন ৭/৮ বছরের,,আমি বুঝতে পেরেছি ছোট জন মুসলিম হতে চায়,,যদিও ওই অনেক কিছু বুঝে না।আর বড় জন ও মনে হলো ইচ্ছা আছে এমন। ওদের জন্য আমি কি করতে পারি?
হুজুর এ স্বপ্নের ব্যাখ্যা কি? অনুগ্রহ করে জানাবেন। আসসালামু আলাইকুম।