১।রাসুলুল্লাহ সাঃ কে নিজের জীবনের চেয়ে বেশি ভালো বাসতে হবে সেটা ইংশাআল্লাহ করি। নফসের কারনে নাজায়েজ কাজ করলে , নফল ইবাদত না করলে এবং সুন্নাত আমল না করে জায়েজ কাজ করলে আল্লাহ পাক এবং রাসুল সাঃ উনাদের মহব্বতে সমস্যা হবে কি না?
২।হারাম আর নাজায়েজ এর মধ্যে পার্থক্য আছে, তেমনি কি গোনাহ আর নাজায়েজ মধ্যে পার্থক্য আছে নাকি একই?
৩।আমি মালেয়শিয়াতে কাজ করতাম স্টুডেন্ট ভিসায় লোকজন যায় এরকম অফিসে। আমাদের অফিস আরেকটা মালেয়শিয়ানের অফিসের মাধ্যমে কাজ করতাম তারা কলেজের সাথে সরাসরি যোগাযোগ ছিলো।মালেয়শিয়ানের অফিস একজন বাঙালি পরিচালনা করতো তার সাথে সম্পর্ক ভালো ছিলো সে একদিন বসিয়ে দিয়ে বাহিরে যায় তখন আমি একটা কলেজের প্যাডে ঐখানে প্রিন্ট করছি নাকি আমার এখানে প্রিন্ট করছি মনে নাই। ঐ প্যাডের কাজ ছিলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টের ভিসার কাজ চলার সময় কলেজ থেকে স্টুডেন্টদের জন্য একটা ডকুমেন্ট দেয় পুলিশ ধরলে ছেড়ে দেয়।ঐপ্যাডে প্রিন্ট করার বা ব্যাবহার করার দায়িত্ব বাঙালি ভাইয়ের ছিলো। এখন কি বাঙালি ভাইয়ের কাছে মাফ চাইতে হবে?