আসসালামুআলাইকুম, আমি বিবাহিত এবং পরিপূর্ণ পর্দা মেনে চলার চেষ্টা করি। আমার শশুড় বাড়িতে আমার স্বামী, শাশুড়ী এবং অবিবাহিত ভাসুর থাকেন। আমার ভাসুর সবসময়ই বাসায় থাকেন। এতে আমার পর্দা মেনে চলতে ও গরমে প্রচন্ড কষ্ট হয়। এভাবে চলার পরও অনেকবার ই আমি বেপর্দা অবস্থায় তার সামনে পড়ে যাই। কয়েকবার এমন হয়েছে যে আমি একেবারে কোনো ওড়না ছাড়া, চুল খোলা অবস্থায়ও ওনার সামনে পড়ে গিয়েছি। এটা নিয়ে আমি সবসময়ই আতংকে থাকি, আমার অনেক খারাপ লাগে। আমার শশুড় বাড়ির পরিবার আমার পর্দা সম্পর্কে সচেতন না। অনেকদিন ধরে আমার স্বামীকে আলাদা বাসা নেওয়ার কথা বলার পর তিনি রাজী হন। কিন্তু রাজী হওয়ার পরও তিনি বাসা দেখছি, খুজছি বলতে বলতে প্রায় ১বছর হয়ে যাচ্ছে। আমার পর্দা নষ্ট হচ্ছে বিধায় তিনি বাসা না পাওয়া পর্যন্ত আমাকে আমার বাবার বাড়িতে থাকতে বলেন। কিন্তু আমি বাবার বাড়িতে কয়েকদিন থাকলেই তিনি আমার সাথে ঠিকভাবে কথা বলেন না, সারাদিন মন খারাপ করে থাকেন। আমি সেখানে থাকি সেটা তিনি মন থেকে চান না। কিন্তু তিনি আমার পর্দা নষ্ট হওয়ার গুনাহ ও নিজের উপর নিতে চান না। তিনি চান তিনি আমাকে বলবে বাবার বাড়ি থাকতে তবে আমি যেন নিজের থেকে ওখানে না থাকি। তিনি বলেন আমার যদি সত্যিকার অর্থেই ওনার প্রতি শ্রদ্ধাবোধ ও ভালোবাসা থাকে তাহলে আমি কষ্ট করেই ওনার বাসায় থাকব, তিনি আমার কম্ফোর্টজোনে আমার থেকে সেবা পেতে চান না, তিনি চান আমি কষ্ট সহ্য করে সব কিছু করি। কিন্তু ওখানে থাকাও আমার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। আবার আমার স্বামীর সাথে সম্পর্কও খারাপ হয়ে যাচ্ছে।
১) যেহেতু পর্দা এবং স্বামীর সন্তুষ্টি দুইটিই ফরজ, এখন এই পরিস্থিতিতে আমার কি করা উচিত? আমি বাবার বাড়িতে থাকলে কি স্বামীর অসন্তুষ্টির জন্য আমার গুনাহ হবে যদিও উনি নিজেই বলেছেন আমাকে ওখানে থাকতে?
২) আমার স্বামী অনেক বিষয়েই আমার উপর ছেড়ে দেন। নিজে দায় নিতে চান না। তিনি সবার কাছে ভালো থাকতে চান। এরপর কিছু হলে আমাকে দোষ দেন যে আমার সিদ্ধান্ত এর জন্য এটা হয়েছে। অনেক ক্ষেত্রে আমার উপর অসন্তুষ্ট হন। এক্ষেত্রে তিনি অসন্তুষ্ট হলে কি আমার গুনাহ হবে? এইরকম পরিস্থিতি সামাল দিয়ে কিভাবে চলব? আমি অনেক বেশি চালাক চতুর মেয়ে না। উস্তায, আমাকে কিছু নসিহত করলে উপকৃত হতাম।