আসসালামু আলাইকুম, আমাদের বাসার ভাড়াটিয়া মহিলার আচরণ বেশ সন্দেহজনক, তার বিয়ের অনেক বছর হয়েছে কিন্তু বাচ্চা হচ্ছে না, এতদিন ডাক্তারি চিকিৎসা করিয়েছে কিন্তু আমি যতদূর জানি ডাক্তারের পরামর্শ ঠিকমত না মানার কারণে তার বাচ্চা কনসিভ হওয়ার পরও নষ্ট হয়ে গেছে। বর্তমানে কিছু দিন যাবত তার আচরণ সন্দেহজনক। এখন সমস্যা হলো আমাদের বাসায় মেহেদী গাছ আছে, মেহেদী গাছটি আগে যত সুন্দর ছিলো এখন অতটাও নেই কিছু টা কমে গেছে, মেহেদী গাছের মাধ্যমে বা মেহেদী গাছ দিয়ে কি কোন জাদু বা এমন কোন তদবির বা কিছু করা যায়? এক আত্মীয়ের কাছে শুনেছিলাম বাসায় মেহেদী গাছ রাখতে হয়না, আমরা এসব জিনিসপত্র বিশ্বাস করিনা আর ভালো মন্দ সবকিছুর মালিক একমাত্র আল্লাহ সেজন্য এসব কথাতে কানও দেইনি। এখন এই মহিলার আচরণে সবকিছু কেমন যেন লাগছে, আর মেহেদী গাছের পাতাও ব্যবহার করতে পারছিনা কারণ যদি কোন জাদু করে রাখে তাতে সমস্যা হওয়ার ভয়ে। সঠিক তথ্য দিয়ে সাহায্য করবেন প্লিজ।