আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
4 views
ago in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (26 points)
আমি অবিবাহিত। হলে থাকি। এখানের কয়েকজন বোনের জ্বিন, জাদু এসবের সমস্যা আছে। যখনি তাদের কোন অ্যাবনরমালিটিস দেখতে পায় তার রুমমেটরা আমাকে ডেকে নিয়ে যায়। আমি স্বাভাবিকভাবে মারসুস উস্তাযের শয়তানের সাথে যুদ্ধ বইটার রুকইয়াহ আমলগুলো ফলো করে তাদের রুকইয়াহ করে থাকি। মাঝে মাঝে তাদের বিহেভিয়ার ভয়ংকর পর্যায়ে চলে যায়। কিন্তু আমি সাহস রাখি। কখনো সরাসরি আমলগুলো রোগীর কানে পৌঁছাতে না পারলে উচ্চ আওয়াজে ইউটিউব প্লেলিস্ট থেকে রুকইয়াহ রেকর্ড ছেড়ে রাখি।

গত ২ দিন আগে তেমনি এক বোনের গা থেকে তার রুমমেটরা প্রচন্ডরকম আগরবাতি বা অদ্ভুত কোন গন্ধ পাচ্ছিলো। তিনি আগে থেকে জ্বীনের আছড়গ্রস্থ সেটা সবাই জানতো। তাই তারা আমাকে ডেকে নিয়ে যায়। আমি স্বাভাবিকভাবে মারসুস উস্তাযেী তিব্বে নববীর ১-৬ রুকইয়াহ জোরে জোরে তিলাওয়াত করলাম। তারপর সূরা ফাতিহা তিলাওয়াত করছিলাম। সে বলে উঠলো থামো এসব শুনতে পারছিনা। অতঃপর সে বসা অবস্থায়-ই অজ্ঞান হয়ে গেলো। জ্ঞান ফেরার পরে সবকিছু ঠিকঠাক হয়ে গেলো। আমি কিছুটা ভয় পেয়েছি উস্তায।
প্রশ্ন:
১। সিহর, জ্বীনগ্রস্থদের কমন সমস্যা দেখি তারা ফরজ, ওয়াজিব আমলের প্রতি গাফেল তারা নিজেরা ঠিকঠাক আমল না করলে আমি কি তাদেরকে রুকইয়াহ দিয়ে প্রটেক্ট করতে পারবো?

২। এভাবে রুকইয়াহ করানোর কারনে কি আমার কোন ক্ষতির সম্ভাবনা আছে? আমার নিজের প্রটেকশন শিল্ড যদি কখনো দুর্বল হয়ে যায় তখন? যেমন কোন একদিন যদি আমি সকাল সন্ধ্যার আমল না করতে পারি?

কারন যখন আমি হায়েজ অবস্থায় থাকি স্বাভাবিকভাবে আমলের পরিমানটা কমে যায়। সকাল-সন্ধ্যার আমলটা শুধু ধরে রাখি আলহামদুলিল্লাহ্।

৩। রুকইয়াহ গোসলের পানি রেডি করার পরে, সেই পানি ভাগ করে একাধিক ব্যাক্তিকে গোসল দেয়া যাবে? নাকি সবার জন্য আলাদা আলাদা পানি রেডি করতে হবে?

৪। আমার ভয় পাওয়া নিয়ে একটু সাহস দিন উস্তায, মিন ফাদ্বলিক। আমি নিজে রুকইয়াহ করতে, এবং মানুষকে করাতে পছন্দ করি। ইদানীং কি হয়েছে জানিনা। মনটা ভয়ে চুপসে যাচ্ছে।

Please log in or register to answer this question.

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...