আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বা'র'কাতুহু।
১) অনলাইনের স্বর্ণ অর্ডার নিয়ে কাস্টমারের থেকে সম্পূর্ণ টাকা যদি এ্যাডভান্স নেই, দুই পক্ষের সম্মতিতে। আর, এরকম চুক্তি যদি থাকে যে, যেদিন সোনা কাস্টমারকে দেয়া হবে, সেদিন দাম বাড়লে বাড়তি টাকা পরিশোধ করে সোনা পৌঁছে দেয়া হলো, আবার সেদিন দাম কমলেও সেই দামে দেয়া হলো তাহলে কি জায়েজ হবে? আমাকে একটু পরামর্শ দেন - টাকাটা কাস্টমারের কাছ থেকে আগে নিয়ে তারপর কি উপায়ে সোনা পৌঁছে দিলে হালাল হবে? বা, কি করা যেতে পারে? কারণ, আমার অর্ডার এসেছে।
২) আগেই কাস্টমারের থেকে ইসলামী ব্যাংকে সম্পূর্ণ টাকা নিয়ে, সোনা যদি বিদেশ থেকে বৈধ উপায়ে ক্রয় করে নেওয়া হয়, আর কাস্টমারের কব্জা তো তখন হয়ে যাবে মনে হয়। তারপর দেশে আসলে কাস্টমারকে কি পৌঁছে দিলে জায়েজ হবে?