১।ডাকসুর একজন প্রতিনিধি এবং বাম রাজনীতি করে (কোনো টিভি চ্যানেল আমাদের "ন্যাশনাল হিরো"-দের প্রশ্ন করেন- তাদের প্রিয় লেখক কারা?
পার্টিকুলারলি, অভিজিৎ রায় হুমায়ুন আজাদ তাদের বেপারে অভিমত কি?) ব্র্যাকেটের অংশ টুকু
ফেসবুকে পোস্ট দিছে
গত বছরের ৮ আগস্ট পোস্ট করল, জুলাই আন্দোলন নেতাদেরকে উদ্দেশ্য করে। জিজ্ঞেস করল, কু'খ্যা'ত না'স্তি'ক ইসলাম বিরোধী হুমায়ুন আজাদ সম্পর্কে এবং আরেক কু'খ্যা'ত ব্লগার অভিজিৎ রায় নিয়ে।
আপনারা জানেন কিনা এই অভিজিৎ রায় কু'খ্যা'ত শাহবাগ আন্দোলনের লিডার এবং সে বাংলাদেশের অন্যতম প্রধান নাস্তিক, যে প্রচন্ড ইসলাম বি'রো'ধী ছিল। ২০১৫ সালে সে মা'রা যায়। এই দুই না'স্তি'ক সম্পর্কে সে পজিটিভ মাইন্ড জানতে চায় আমাদের কাছে। তারপরের দিনে সে পোস্ট দিলো ( যে-জীবন ফড়িঙের, দোয়েলের, বাকস্বাধীনতার—) ব্র্যাকেটের ভিতরে তা পোস্ট বাকস্বাধীনতার পরে এমড্যাশ চিহ্ন ছিলো তা দিলে ইংরেজিতে &mdash উঠে
সে কি শাতিম হবে আমার করনীয় কি?
২।শাতিমের বিরুদ্ধে যদি আন্দোলন না করি কোনো সমস্যা হবে কি। যেমন আলেম ওলামাগন যদি আন্দোলন করলে যাওয়ার চেষ্টা করি না জানলে যাইনা শরীর খারাপ লাগলে বা অন্য কোনো কাজ থাকলে যাইনা পরে একা একা করিনা?
৩।একটা নাটকে দেখলাম সে বিয়ের পাঞ্জাবি পরে ছিলো আমার যতটুকু মনে আছে সে বলছে কি ছাতার মাতার পাঞ্জাবি পরে আছি গরম লাগছে। আচ্ছা সে কি সুন্নাত কে অপমান করছে শাতিম হবে কি?
৪।রোমে কোরআন হাদিসের বই বা ইসলামিক যেকোনো সম্মানিত বিষয় যদি খাটের পায়ের দিকের পাশে কোনো রেক বা অন্য কিছুতে পা থেকে উচুতে রাখা হয় তাহলে অসম্মান করা হবে কি?