আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওবারাকাতুহু।
আমার আব্বু প্রবাসী। আমরা তিন বোন এক ভাই, ভাইয়ের বয়স সামনে ৯ বছর হবে। আমার বিয়ে হয়েছে। আমার আম্মু বাজার করেন, চাচাদের সাথে আমাদের সম্পর্ক ভালো না, তাই সবকিছু আম্মুই সামাল দেন। আমার আব্বু দুই বিয়ে করেছেন, ওনি আমাদের ভরণপোষণ ঠিকঠাক চালান না, খুবই অভাবে অনটনে আমাদের দিন কাটে,আব্বুর সব ইনকাম ওনার বড় ফ্যামিলির পিছনে খরচ করেন, ওনারা শহরে বড় ফ্ল্যাটে থাকেন আর আমরা গ্রামের বাড়িতে একটা রুমে থাকি অনেক কষ্টে।
আব্বু চান আমার মেজো বোন ডিপ্লোমা কমপ্লিট করে IELTS করে বাহিরের দেশে জব করে ওনার বড় ফ্যামিলি দেখভাল করবে কারণ ওদের ভাই নেই। এইদিকে আমার মায়ের বিয়ের পর থেকে আব্বু ঠিকঠাক ভরণপোষণ দেন না কিন্তু ওনার বড় ফ্যামিলি বিলাসবহুল জীবন যাপন করছে সেই আমরা ছোট থেকেই। আমার সৎমা কালোজাদু করে আব্বুকে শুধু ওনার করে রেখেছেন, আমাদের প্রতি খেয়াল করেন না। ২/৩ মাস পর পর আব্বু মাত্র ১৫০০/২০০০ সংসার চালানোর জন্য দেন, আমাদের বাড়তি কোনো আয়ের উপায় নেই। অভাবে থাকতে থাকতে আমার আম্মু সব সময় অসুস্থ থাকেন, ভাইটা রোগা হয়ে গেছে।
এ অবস্থায় আমাদের এলাকার একজন সরকারি চাকুরীজীবি আমার মেজো বোনের জন্য বিয়ের প্রস্তাব দিয়েছেন। আব্বু এখন বোনকে বিয়ে দিবেন না কারণ ওর কামাই খেতে চান।
পাত্র শিক্ষিত দ্বীনদার কুফু মিলে আমাদের সাথে, খুবই ভালো ছেলে, আমাদের বাড়ির পাশেই ছেলের বাড়ি, আম্মু নিজেই খোঁজ নিয়েছেন। আমাদের আর্থিক দুর্বলতা সবকিছু জেনে-বুঝেই ছেলের ফ্যামিলি বিয়েতে রাজি।
আমার প্রশ্ন হচ্ছে এ অবস্থায় আব্বুর অনুমতি ছাড়া, চাচা বা মামার অনুমতি ছাড়া বোনের বিয়েটা জায়েজ হবে? চাচা বা মামাকে বিয়ের বিষয়ে জানালে ওনারা আব্বুকে বলে দিবেন তাই তাদেরকেও জানানো যাবে না।