আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
সম্মানিত মুহতারাম
আলহামদুলিল্লাহ বহু বছর পর অনেক চিকিৎসা করে আল্লাহর রহমতে আমার কন্সিভ হয়েছে।
কিন্তু কন্সিভ হওয়ার পর থেকেই একটু একটু ব্লিডিং হচ্ছে,একাধিক ডাঃ আমাকে একদম বেড রেস্ট দিয়েছেন কারন এভাবে ব্লিডিং হতে থাকলে যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত অঘটন ঘটে যেতে পারে,(আল্লাহ সহায় হোন)
ডাঃ মেডাম বলেছেন পারলে বিছানায় প্রস্রাব টয়লেট করতে,না হয় বিছানার কাছে ব্যবস্থা করতে,পেটে কোনো ভাবেই চাপ লাগা যাবে না,উঠতে বসতে শুতে পেটে একটু চাপ পড়ে,এবং আমার অন্যান্য জটিল সমস্যাও আছে,এই অবস্থায় আমি কিভাবে নামাজ পড়তে পারি?
আমি কি তায়াম্মুম করে শুয়ে নামাজ আদায় করতে পারবো?বা অযুটা করে শুয়েই নামাজ আদায় করতে পারবো?যদি শুয়ে নামাজ পড়তে হয় নিয়ম টা আমাকে জানাবেন ইনশাআল্লাহ।
অনুগ্রহ করে জানালে উপকৃত হবো ইনশাআল্লাহ,আমার জন্য খাস করে একটু দোয়া করবেন,আল্লাহ যেন আমাকে সুস্থ সবল নেক সন্তান দান করেন আমিন ইয়া রব্ব।
(প্রশ্নটি আমার এক বোনের তরফ থেকে)