আসসালামু আলাইকুম
ছেলে মেয়ে উভয়ই প্রাপ্ত বয়স্ক।
একদিন কিছু মেয়ে ফ্রেন্ডরা মজা করে একজন কে একটি ছেলের সাথে বিয়ে বিয়ে খেলে,মানে বিয়ে দেয় মজা করে, তখন আরেকটি মেয়ে বলে যে তাইলে আমার ও দে বিয়ে,যেহেতু এটা মজা বা নাটকীয় ব্যাপার হচ্ছে, তখন এই মেয়েদের মধ্য থেকেই একজন কাজি সেজে মেয়ের পক্ষ থেকে কয়েকজন মেয়ে সাক্ষী বানায়। আর ছেলে ছিল তখন ঢাকা তে। মেয়ে ছিল সিরাজগঞ্জ। ছেলে কে ফোন দিয়ে বলে ২ জন ছেলে সাক্ষী কাছে রেখে লাউডস্পিকার দিতে। কিন্তু অইখানে কারই অভিভাবক উপস্থিত ছিল না এবং মেয়ে নিজেও নিজের উপর অভিভাবকত্ব নেয় নি।কারন মেয়ে জানত যে এটা মজা আর সে বিশ্বাস করত অভিভাবকদের ছাড়া বিয়ে হয় না তাই মজা করেই দেনমোহর ধার্য করে কবুল পড়িয়ে বিয়ে দেয়া হয়।
উল্লেখ্য ফোন লাউড স্পিকার দেওয়ার জন্য উভয় পক্ষেরই ইজাব-কবুল উভয় পক্ষের সাক্ষী কানে শুনতে পায়। উভয় পক্ষেরই সাক্ষি ছিল। মেয়ের সাক্ষী মেয়ের কাছে আর ছেলের সাক্ষী ছেলের কাছে। এবং উভয় পক্ষের সাক্ষীর কথা উভয় পক্ষই শুনতে পায়।
পরবর্তীতে তাদের শারীরিক সম্পর্ক ও হয়।
পরে কেউ কেউ বলে যে মজা করে করলেও এই বিয়ে হয়ে গেছে।কারন আমাদের রাসূল বলেছেন ৩টি বিষয় মজা করে করলেও হয়ে যায় আবার সিরিয়াসলি করলেও হয়ে যায়, যেমন বিয়ে,তালাক,দাস মুক্তকরন। আবার কেউ বলেছেন হয়নি। কিন্ত এই বিষয় সম্পর্কে উক্ত ছেলে মেয়ের কোনো জ্ঞান ই ছিল না। উল্লেখ্য অইখানে ছেলের সত্যি বিয়ের নিয়ত থাকলেও মেয়ের কোনো সত্যি বিয়ের নিয়ত ছিল না। পুরো ব্যাপারটাই মেয়ের কাছে ছিল মজার এবং নাটকীয়। কিন্তু ছেলেটি সত্যি নবিয়ের নিয়তেই কবুল বলেছিল। এখন প্রশ্ন হল তাদের কি বিয়ে টা হয়ে গেছে???
দয়া করে উত্তরটি দিবেন প্লিজ