আসসালামু আলাইকুম শায়েখ।
আমি এক জায়গায় দেখেছি যে কুরআন শিখার শুরুতে ধরেন মাদ্দ নিয়ে শিখলাম। তো ডিরেক্ট কুরআন শরীফ খুলে সেখান থেকে শুধু মাদ্দের লাইন গুলো বা শব্দগুলো প্র‍্যাক্টিস করতে। এরপর আরেকটা টপিক শিখলে, আগের টার সাথে নতুন টপিক মিলিয়ে আবার প্র‍্যাক্টিস করতে। এভাবে করে ধীরে ধীরে পড়লে সওয়াব বেশি + কুরআনও পড়া হবে।
এখন আমার প্রশ্ন হচ্ছে এভাবে শুধু যদি একটা বিষয়ের উপর ফোকাস করে পড়ি, তাহলে কি অর্থ বিকৃতির সম্ভাবনা থাকবে না? আমার গুনাহ হবে না? আমি কী এভাবে পড়তে পারবো?
আর কায়দা পড়তে হলেও কি অযু করে বসতে হবে? মাসিক চলাকালীন সময়ে কী পড়া যাবে?