আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
মুহতারাম আমার মা চাকরিজীবী এবং এখন থেকে তিনি বাইরে ঘুরে বেড়াবেন আমার বাবার ওপর রাগ করে ।তাই আমি বলেছিলাম আচ্ছা ইসলাম তো আর প্রয়োজন নেই। ইসলাম নিয়ে তো মরতে হবে নাকি? তখন আমার মা বলেছেন ইসলাম আমাকে কি দিছে? ইসলামে থেকে আমি কি পাইছি? আমি বললাম তার মানে কি তুমি ইসলাম অস্বীকার করতেছো?আমার আম্মু বললেন হ্যাঁ আমি ইসলাম অস্বীকার করতেছি।আমি বিধর্মী হয়ে যাবো।আমি ইহুদী খৃষ্টান হয়ে যাবো।আমি খ্রীষ্টান ধর্ম গ্রহণ করবো। আমি বুঝাতে গেলে বলে বসে আমার মরার ,ঈমানের চিন্তা করতে হবে না।আমি মুসলিম মিল্লাত থেকে বের হয়ে গেলে তোর চিন্তার দরকার নাই।তুই নিজের চিন্তা কর,তুই তোর মরার চিন্তা কর।
আমার মা কি এতে মুসলিম মিল্লাত থেকে বের হয়ে গেছেন? আমার পারিবারিক অবস্থা এতো বিশ্রী
বাবা মায়ের সম্পর্ক টা খুব খারাপ অবস্থায়। শুধু মাত্র আমার মা ভাবেন তার দ্বিতীয় বিয়ে আছে।অথচ একজন ৫৩ বছরের পুরুষ তিনি অসুস্থ বিভিন্ন ভাবে এবং ডায়াবেটিস আছে।আমার মা তা কিছুতেই সন্তুষ্ট না।সব কিছু তে অভিযোগ এবং জুলুম অনর্থক করছে বাবার ওপর। মানুষ বাঁচেই কয় বছর। জুলুমের পর্যায়ে চলে গেছে এতো পরিমাণ যে বাবা সুইসাইড করতে চেয়েছে ২ বার। মনে হচ্ছে ওনার মৃত্যু ই আমার মা চান। কোনোভাবেই নসিহত করে আমার মাকে পরিবর্তন করা যাচ্ছে না। কুরআন ছুঁয়ে কথা দিয়েও কথা ভঙ্গ করেছেন। আবার অস্বীকার করেছেন তিনি কুরআন ছুয়ে কথা দেন নি।আমরা মিথ্যুক। এই এক জুলুমে পুরো পরিবার শেষ।আমার মন ও বিষিয়ে গেছে।আমি কি করে তাকে বোঝাবো।দোয়া কম করছি না আমার মায়ের জন্য।নিজেও গুনাহের পড়ে যাচ্ছি কথা,আচরণ দ্বারা এসব জুলুম দেখতে দেখতে। দয়া করে একটু এ বিষয়ে বিস্তারিত হানাফি ফিকহ অনুযায়ী ফাতওয়া জানাবেন প্লিজ।