আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ,
১৭৯টাকার একটা এমবি প্যাকেজে আনলিমিটেড ইন্টারনেট পাওয়া যায়, এই প্যাকেজে সীম কোম্পানি শর্ত দিয়ে রেখেছে যে এই এমবি দিয়ে শুধু YouTube, Snaptube, Vidmate এসব এপ চালানো যাবে ।
এখন অনেকে বাইপাস করে ওই আনলিমিটেড এমবি দিয়ে ফোনের অন্যান্য এপও চালায় । যা কোম্পানির শর্তের বিরুদ্ধে ।
বাইপাস মানে হচ্ছে: VPN কানেক্ট করে ওই এমবি দিয়ে ফোনের অন্যান্য এপও চালানো ।
▪️এখন আমি যদি এই প্যাকেজ কিনে কোম্পানির শর্তমতো চালাই এবং পরে গুরত্বপূর্ণ প্রয়োজনে গুগল বা অন্য এপ ব্যবহার দরকার পড়লে বাইপাস করে প্রয়োজন সারি, এটা কি জায়েজ হবে?