আসসালামু আলাইকুম।
আমি আগে children book illustration করতাম, যেখানে বিভিন্ন প্রাণীর ছবি আঁকতে হতো। যেহেতু শরীয়তে এব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে, তাই আর করিনা।
এখন আমি food and drinks illustration নিয়ে কাজ করতে চাই। তবে, কিছু ক্ষেত্রে খাবারের মধ্যে শুকর বা মদের ছবি আঁকার প্রয়োজন হতে পারে। আমি জানতে চাই, এই ধরনের ছবি আঁকা কি শরীয়তে হারাম হবে? এবং খাবার/পানীয় ইলাস্ট্রেশনের কোন ধরনের বিষয় বা বিষয়বস্তু থেকে বিরত থাকা উচিত?
জাজাকাল্লাহ খাইর।