আসসালামু আলাইকুম, আজকে আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার মাঝখানে একটি ইটের ভাংগা অংশ পড়ে থাকতে দেখে রাস্তা থেকে কষ্ট দায়ক বস্তু সরানোর নিয়তে রাস্তার একপাশে লাথির মতোন ছুড়ে মারি যেনো মানুষ হোচট না খায়,, কিন্তু ভুল বশত রাস্তার পাশে এক কুকুরের গায়ে সেটা লেগে যায়,,, এখন এতে কি আমার গুনাহ হবে? আমার অনুশোচনা হচ্ছে আমি কি করতে পারি এই ব্যাপারে,, কুকুরটি খুব বেশি ব্যাথা না পেলে ও বসা থেকে হালকা চিৎকার দিয়ে উঠে গিয়েছিল