আমি মান্নত করেছিলাম।আল্লাহ আমাকে সেটা দিয়েছেন। মান্নত এর টাকা মাসে মাসে দান করছিলাম। এমতাবস্থায় আমি অন্যের ধোকায় পড়ে ঋণ করে টাকা বিনিয়োগ করি (পরে বুঝতে পারি যে, সেটা হারাম পদ্ধতি ছিল)।এখন পর্যন্ত টাকা উদ্ধার হয় নি। ভবিষ্যতে আইনের মাধ্যমে টাকা পাবার সম্ভাবনা খুবই কম।
১।এভাবে টাকা হারানোর ফলে আমি কি আখিরাতে বদলা পাবার আশা করতে পারি?
২। মান্নতের টাকা দিয়ে ঋণ পরিশোধ করা যাবে?
৩। আমি কি এখন যাকাত নিতে পারব?
৪। আমি ২০২৫ সালের রমযানে সাহেবে নিসাব ছিলাম। এখন আগামি রমজানের মধ্যে যদি ঋণ পরিশোধ হয়ে আমার নিকট নিসাব পরিমাণ অর্থ থাকে তাহলে কি যাকাত ফরয হবে? (আমি মে মাসে ১০ লাখ টাকার মত ঋণগ্রস্ত হই)
৫।ভবিষ্যতে যদি আল্লাহর রহমতে আমার টাকা পুরোটা বা আংশিক উদ্ধার হয় তাহলে তখন কী করণীয় হবে?