আসসালামু আলাইকুম
দ্বীনের বুঝ পাওয়ার পর ও কঠিন জামানায় শয়তান এর প্ররোচনায় একটা ছেলে কে ভালো লাগে পরিবারেও জানানো হয় পরিবার থেকে খোজ খবর নেয়,,,কিন্তু কারো মধ্যে ছেলে টা ভালো ,,, শুধু এটার উপর ফোকাস করতে দেখি নি কাওকে কারণ আমার পরিবার এর তাদের পরিবার এর স্ট্যাটাস মিলে না পড়াশোনা ও সে একটু কম এইযে মানুষ কি বলবে এই জিনিস টাকে এত্ত গুরুত্ব দেওয়া হয়,,,
আমার মানদণ্ড আবার ভিন্ন আমি সবসময় এমন ছেলেই বিয়ে করতে চেয়েছি জীবনে আর সাধারণ ভাবে থাকতে চেয়েছি শূন্য থেকে শুরু করতে চেয়েছি এই ছেলে আমার জীবনে আসার পড় এমন ভেবেছি বিষয়টা এমন না।
তাই যখন চাওয়া পাওয়ার সাথে মিলেছে তখনই বিয়ের ইচ্ছা পোষণ করেছি,পরিবার কে জানিয়েছি ,,,আমার পরিবার ছেলের তেমন ভুল ত্রুটি খুঁজে পায় নি ঐযে স্ট্যাটাস মিলে না এজন্য মন থেকে মানতেই পারবেনা এমন অবস্থা আর মানুষের কানাঘুষা আছেই।
রমজান মাসে বিয়ের জন্য অনেক জোরাজোরি করি পরিবার এ কারণ গুনাহ এর ভার নিতে পারছিলাম না যদি মৃত্যু হয় কি জবাব দিব,,,এর মাঝখানে পরিবার এ একটা দুঃখজনক ঘটনা ঘটায় বিয়ের বিষয় নিয়ে কেও মাথা ঘামায় না।তাই আমরা নিজেরা বিয়ে করি কাজী অফিসে আল্লহর নামে ।সাক্ষী কাজী আরেকজন হুজুর ছিল,,,আর আমার বাবা নেই বড় ভাই ও নেই নিজের চাচা ও নেই।বিয়ের পর আমরা আমরা যার যার নিজেদের গৃহেই অবস্থান করি।
৪-৫ মাস পর আমি আম্মুকে বিয়ের কথা জানাই,,,আমার আম্মুর চাচাতো ভাই কর্নেল জীবনের নানা সমস্যায় আম্মুকে সাহায্য করেছে বিপদে পড়লে সাহায্য নিয়েছে।আম্মু তাদের প্ররোচনায় আমার বিয়ে টাকে মেনেই নিতে চাচ্ছে না,,,কারণ তারা আম্মুকে আরো বেটার লাইফ এর স্বপ্ন দেখায় আম্মু মানুষের কথা শুনে বেশি।ত্ব মামী ও আমাকে খুব জবরদস্তি করে তারা বলেই যাচ্ছে আমাদের বিয়ে নাকি হয় নী অভিভাবক ছাড়া বিয়ে করেছি হয়নাই নাকি আমি বলেছি হানাফী ফিকহ মতে আমরা গুনাহ থেকে বাঁচতে আল্লহর সন্তুষ্টির জন্য বিয়ে করেছি।আর ওদিকে আমার স্বামীর পরিবার এও চাপ সৃষ্টি করা হচ্ছে । আমার মামী সরাসরি আমাকে বলেছে "আমি কি জেনেবুঝে যুদ্ধে নামতে চাচ্ছি কিনা☺️" কারণ আমি বলেছি আমি ছাড়বো না এখানেই থাকবো,,,ইন শা আল্লহ। কারণ তারা নানা ভাবে আমাকে বুঝাচ্ছে ভালো জীবনের স্বপ্ন দেখাচ্ছে আমি প্রচণ্ড মানসিক চাপে আছি।আমি যদি এখানে থাকতে চাই ওরা ওই ছেলে কে মেরে ফেলবে☺️ এমন হুমকি দিচ্ছে। আমি বলেছি কেনো তোমরা এমন করবে মেনে নিলেই হয়ে যায় আর অশান্তি হলে সেটা তোমরাই করবে ,,, কেনো এমন করবে । মানে তারা মানবেই না তাদের মেয়ে এমন জায়গায় থাকুক।
কিন্তু আমার থিওরি কখনও এমন না পরিবারের মধ্যে আমি একটু আলাদা ,, সব মানুষকে সমান চোখে দেখি আল্লহ যাকে যেই পরিবারে দিবে সেটাই আল্লহর নির্ধারিত কারো চেহারা বংশ ধনী গরীব দিয়ে আমি পার্থক্য করি না কখনও,,,কিন্তু তারা মানুষ হিসেবে কেমন এই জিনিস টা পাত্তা দিচ্ছে না তাদের মন মেনে নিতে পারতেসে না এই বিষয় ,,টাও তারা মনের খহেশিয়াত মিটাতে ব্যস্ত।একজন বিবাহিত মেয়ে কে অন্য ছেলের সাথে বিয়ে দিতে চায় ওরা বলে,,, জীবনে ভুল হয় আমি যেনো এখান থেকে বের হয়ে আসি,,,আর সমানে বলে যাচ্ছে এই বিয়ে হয় নাই।☺️
আমার জানামতে হয়েছে আলহামদুলিল্লাহ।
তবে আরেকটা জিনিস ও রয়েছে
ছেলে ক্লাস ১০ পর্যন্ত পড়েছে,আমি ইন্টার পাস । ছেলে বিদেশে ছিল তারপর দেশে এসে অনেক কাজ খুঁজেছে কাজ না হওয়া পর্যন্ত কারেন্ট এর কাজ করতো এখন ইন শা আল্লহ,আল্লহ দয়া করেছেন মাছের প্রজেক্টে কাজ করে ,,, আমার শ্বশুর এলাকায় সম্মানিত ব্যক্তি সাবেক মেম্বার ছিলেন কেও তাদের নামে খারাপ কিছু বলতে পারেনা,,,তাদের নিজেদের থাকার বাড়ি আছে ,,,আমার পরিবার অনেক ব্যস্ত হয়ে আছে তাদের ব্যাড রেকর্ড বের করার জন্য,,,কিন্তু ঐভাবে পায় নি।
আর এদিকে আমাদের তিনটা ফ্ল্যাট রয়েছে বাবা মারা যাওয়ার পর সেই সম্পত্তি বেঁচে আমরা ঢাকায় সেটেল হৈ আলহামদুলিল্লাহ ।
কিন্তু সে আমার থেকে আখলাকে উত্তম আমলে উত্তম☺️ আলহামদুলিল্লাহ,,,আমি আর অন্যকিছু দেখতে চাই না
এইযে আমাদের কুফু পার্থক্য রয়েছে এজন্য আমার পরিবার কি এই বিয়ে ভেঙে দিতে পারবে?☺️কিন্তু আমি চাই না ভেঙে দিক আমার পর্দার সুবিধার জন্য স্বামী আমাকে আলাদা বাসায় নিয়ে রাখার ইচ্ছা ইন শা আল্লহ।