১। আমি প্রয়োজনে না বুঝে একটি সুদী ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খুলেছিলাম। পরে বুঝতে পারি এটি সুদভিত্তিক। তখন আমি ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট বন্ধ করতে চাই। কিন্তু আমার চেক বইয়ের একটি পাতা নষ্ট থাকায় ব্যাংক কর্মকর্তা অতিরিক্ত কাগজপত্র ও দরখাস্ত চাইছিলেন, যা আমার পক্ষে দেওয়া সম্ভব হয়নি। তারা আমাকে জানালেন, যদি কোনো লেনদেন না করি তবে ১–১.৫ বছরের মধ্যে অ্যাকাউন্ট নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। এরপর আমি ব্যাংকে একটি আবেদন জমা দিই যাতে ওই অ্যাকাউন্টে কোনো সুদ জমা না হয়।৫০০ টাকা ব্যাঙ্ক এ জমা রাখতেই হয়, ফলে বর্তমানে অ্যাকাউন্টে ৫০০ টাকা জমা আছে। এখন প্রশ্ন হলো—এই ৫০০ টাকা ওই অ্যাকাউন্টে পড়ে থাকলে কি আমার গুনাহ হবে, যদি আমি কোনো লেনদেন না করি? আল্লাহর কাছে এ বিষয়ে কীভাবে ক্ষমা পাওয়া যাবে?
২। আমার একটি ইসলামী ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট আছে। এটি ব্যবহার করা কি শরীয়তসম্মত ? যদি জায়েজ না হয়, তবে কি এটি বন্ধ করে কারেন্ট অ্যাকাউন্ট খোলা উত্তম হবে?
৩। যেকোনো ব্যাংকে কি কারেন্ট অ্যাকাউন্ট খোলা জায়েজ? কারণ, ইসলামী ব্যাংকগুলো অনেক সময় প্রয়োজনীয় সময়ে টাকা দিতে পারে না বর্তমান তাদের সমস্যার কারণে। সেক্ষেত্রে কি কোনো ভালো সুদী ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্ট খুলে লেনদেন করা যাবে, নাকি অবশ্যই ইসলামী ব্যাংকেই কারেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে?