বিবাহের সর্বনিম্ন মহর দশ দিরহাম। অর্থাৎ দুই তোলা সাড়ে সাত মাশা বা ৩০.৬১৮ গ্রাম রূপা।
এক দিরহামের ওজন হল ৩.০৬১৮ গ্রাম।
(এক ভরি সমপরিমাণ ১১.৬৬ গ্রাম।
সুতরাং এক দিরহাম সমপরিমাণ ২.৬৩/২.৬২ এর কাছাকাছি।
রুপা বর্তমান কতটাকা ভরি, সেটিকে ২.৬৩ এর সাথে অথবা ২.৬২৫ এর সাথে গুন দিতে হবে,এক্ষেত্রে গুনফল হবে বিবাহের সর্বনিম্ন মোহর।)
বর্তমান বিশ্বের মুহাক্কিক আলেমগন এই মতটিই গ্রহণ করেছেন।
(সেই হিসেবে বিবাহের সর্বনিম্ন মোহরঃ-
প্রতি তোলা রূপার মূল্য ১২০০/- টাকা হলে ১০ দিরহামের মূল্য দাঁড়ায় ৩,১৫০/- টাকা।
রুপা ১২০০ টাকা ভরি হলে এক দিরহামের মূল্য ৩১৫ টাকা। ১০ দিরহামের মূল্য দাঁড়ায় ৩,১৫০/- টাকা।
রুপা ১৪০০ টাকা ভরি হলে এক দিরহামের মূল্য ৩৬৭ টাকা। ১০ দিরহামের মূল্য দাঁড়ায় ৩,৬৭০/- টাকা।
রুপা ১৬০০ টাকা ভরি হলে এক দিরহামের মূল্য ৪২০ টাকা। ১০ দিরহামের মূল্য দাঁড়ায় ৪,২০০/- টাকা।)